ছোট বাথরুমকে বড় দেখানোর সহজ কিছু উপায়

2 hours ago 5
আজকের সময়ে বাড়ির বাথরুম শুধু প্রয়োজনীয় স্থান নয়, এটি আরাম, সৌন্দর্য ও ব্যক্তিগত প্রাইভেসির প্রতীক। কিন্তু বাস্তবতা হলো, শহুরে ফ্ল্যাট বা ছোট বাড়িতে বাথরুমের জায়গা সীমিত। অনেক সময় আমরা বিলাসবহুল শোবার ঘর, ড্রয়িং রুম বা রান্নাঘরের জন্য জায়গা দেই, আর বাথরুমের জন্য অবশিষ্ট জায়গাই থাকে।  ছোট বাথরুম কেবল ব্যবহারিক সমস্যাই তৈরি করে না, এটি কখনো কখনো আমাদের ডিজাইন ও সাজানোর সৃজনশীলতাকেও চ্যালেঞ্জ করে। আরও পড়ুন : ৭ অভ্যাসে মাত্র ৫০ দিনেই বদলে যেতে পারে আপনার জীবন আরও পড়ুন : নাশতা বাদ দেওয়া কি স্বাস্থ্যের জন্য খারাপ, কী বলছে গবেষণা ছোট জায়গার কারণে কিছু মানুষ হয়তো হালকা রং বা বড় টাইলস ব্যবহার করেন না, অগোছালো স্টোরেজ রাখেন, বা ফিটিংসের সঙ্গে রঙের সামঞ্জস্যে খেয়াল রাখেন না। এর ফলে বাথরুম আরও ছোট, অগোছালো এবং কম আরামদায়ক দেখায়। তবে একটু পরিকল্পনা ও সঠিক টিপস মেনে চললেই, আপনি ছোট বাথরুমকেও বড়, উজ্জ্বল ও স্বাচ্ছন্দ্যময় দেখাতে পারেন। তরুণ স্থপতি সাইফুর রহমানের পরামর্শ অনুসারে, এখানে পাঁচটি কার্যকর উপায় দেওয়া হলো, যা ছোট বাথরুমকে ভিজ্যুয়ালি বড় দেখাতে সাহায্য করবে। হালকা রঙের টাইলস ব্যবহার করুন দুটি একই আকারের টাইলসের মধ্যে হালকা রঙের টাইলস বেশি বড় দেখায়। সাদা, ক্রিম বা অন্যান্য হালকা শেড বেছে নিন। বড় আকারের টাইলস নির্বাচন করুন বড় টাইলস ব্যবহার করলে বাথরুম আরও spacious মনে হয়। জোড়াহীন বা ধারাবাহিক নকশার টাইলস হলে পুরো জায়গা একসঙ্গে মিলিত মনে হয়। টাইলসের নকশায় একতা বজায় রাখুন সিলিং ও দেয়ালে খুব বিপরীত রং বা নকশার ব্যবহার বাথরুমকে ছোট দেখাতে পারে। একই শেড বা কাছাকাছি নকশার টাইলস ব্যবহার করুন। ফিটিংসের রং টাইলসের সঙ্গে সামঞ্জস্য করুন ফিটিংস ও টাইলসের রঙ সামঞ্জস্যপূর্ণ হলে দেখাবে আরও বড়। উদাহরণ: সাদা টাইলস হলে ফিটিংসও হালকা বা নরম শেডে রাখতে পারেন; হালকা গোলাপি বা প্রবাল রঙ হলে ফিটিংসে সোনালি ছোঁয়া বা সামান্য গাঢ় শেড ব্যবহার করুন। কম জিনিস রাখুন ও সংরক্ষণে সৃজনশীল হন দরজার ওপর ছোট ক্যাবিনেট বা ভাঁজযোগ্য স্টোরেজ ব্যবহার করুন। বাথরুম যত কম জিনিস থাকবে, ততই ছিমছাম ও বড় দেখাবে। আরও পড়ুন : স্মার্ট টিভিতে এআই বদলে দিচ্ছে বিনোদনের ধরন আরও পড়ুন : ফেসবুক থেকে আয় করবেন যেভাবে হালকা রঙ, বড় টাইলস, সামঞ্জস্যপূর্ণ ফিটিংস এবং কম clutter—এই চারটি বিষয় মেনে চললেই ছোট বাথরুমও spacious ও আরামদায়ক দেখাবে।
Read Entire Article