ছোট ভাইকে বাঁচাতে বড় বোনের পুকুরে ঝাঁপ, প্রাণ গেল দুজনেরই

3 months ago 85

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বাহিরদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তালহা (৫) ও তানহা (৭) রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার জামালপুর ইউনিয়নের নওপাড়া গ্রামের সুমন শেখের সন্তান।

জানা যায়, বুধবার সকালে নিহতদের মা অসুস্থ অবস্থায় দুই শিশুকে নিয়ে বাহিরদিয়া গ্রামে নানা মতিয়ার শেখের বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকালে পরিবারের অন্য সদস্যরা কাজে ব্যস্ত থাকায় শিশু দুটি বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল।

খেলার একপর্যায়ে ছোট ভাই আবু তালহা অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে বড় বোন তানহাও পানিতে ঝাঁপ দেয়। একপর্যায়ে দুজনেই পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়।

একপর্যায়ে পাশের বাড়ির এক নারী হেঁটে যাওয়ার সময় ঘটনাটি দেখতে পান। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে পানিতে নেমে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিলা আজাদ জানান, হাসপাতালে আনার আগেই শিশুদের মৃত্যু হয়েছে। তারপরও ইসিজি করে কনফার্ম হয়েছি। পরে পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশারত হোসেন বলেন, শিশু দুটি আপন ভাই-বোন। মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে তাদের করুণ মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Read Entire Article