ছোট ভাইদের ঝগড়া থামাতে গিয়ে বড় ভাই নিহত

3 hours ago 4

কিশোরগঞ্জের ভৈরবে টয়লেট স্থাপন নিয়ে ছোট দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে বড় ভাই মিজান মিয়া নিহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের চরের কান্দা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মিজান মিয়া (৪০) পেশায় একজন জুতা ব্যবসায়ী ছিলেন। ভৈরব থানার (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, চরের কান্দা এলাকার সেন বাড়ির মতি মিয়ার চার ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মিজানের ছোট দুই ভাই রোমান ও রিপনের মধ্য বাড়ির পাশে টয়লেট স্থাপন নিয়ে কথাকাটাকাটি হয়। এ সময় মিজান বাহিরে থেকে বাড়ি ফিরে দেখেন তার দুই ভাই কথাকাটাকাটি করছেন। তিনি ঝগড়া থামাতে চেষ্টা করলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি খন্দকার ফুয়াদ রুহানী বলেন, একজনের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিহতের বিষয়ে জানা যাবে।

Read Entire Article