জাপানে ছোটখাটো বিরোধ মেটাতে এখন আর পুলিশ বা আদালতের প্রয়োজন নেই। কারণ, 'রেন্টাল কোওয়াইহিতো' নামে একটি নতুন ধরনের সেবা চালু হয়েছে, যার অর্থ 'ভাড়ায় পাওয়া ভয়ংকর মানুষ'। এই সংস্থার কাজ হলো গ্রাহকের পাশে দাঁড়িয়ে তাকে সাহস এবং শক্তি জোগানো। হংকং-ভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটি দাবি করে যে, তাদের পাঠানো ট্যাটুভরা দেহ, ন্যাড়া মাথা এবং কড়া... বিস্তারিত