ছড়া দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

4 hours ago 9

নানা কৌশলে প্রশাসনকে বৃদ্ধাঙুলি দেখিয়ে চট্টগ্রামের হাটহাজারীতে ছড়া দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মো. মোস্তফা নামে এক প্রবাসীর বিরুদ্ধে। হাটহাজারী পৌর সদরের ৩নং ওয়ার্ডের পূর্ব দেওয়ান নগর শায়েস্তা খাঁ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বয়ে যাওয়া ছড়ার ওপর নির্মাণাধীন এই ভবন মালিকপক্ষ নিজ জায়গায় নির্মাণের দাবি করেছেন। তবে স্থানীয়রা অভিযোগ, ছড়া দখল করেই নির্মাণ করা হচ্ছে ভবন।

স্থানীয় বাসিন্দা শায়েস্তা খাঁ পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান দৌলত কালবেলাকে বলেন, ছড়াটির উভয় পাড়ে ৩০ ফুট করে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থাকলেও কোনো নিয়মনীতি তোয়াক্কা না করেই ছড়ার জায়গা দখল করে অবৈধভাবে ভবনটি নির্মাণ করা হচ্ছে। আমরা এ বিষয়ে প্রশাসনকে মৌখিকভাবে অবহিত করেছি। শিগগিরই লিখিত অভিযোগ করব।

এদিকে স্থানীয় আরেক বাসিন্দা আফসার বলেন, পৌর সদরের ২নং এবং ৩নং ওয়ার্ডের একমাত্র পানি নিষ্কাশন ব্যবস্থার মাধ্যম হলো এই ছড়া। যদি এভাবে ছড়াটি ভরাট ও দখল হতে থাকে তাহলে ভবিষ্যতে এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সরেজমিনে ঘুরে দেখা যায়, স্থানীয়ভাবে পরিচিত মরা ছড়ার কিছু জায়গা দখল করে নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করতে গিয়ে জায়গাটির গাইড ওয়ালের কিছু অংশ ছড়ার উপর ধসে পড়েছে। ধসে পড়া কিছু অংশ গাছ-বাঁশ দিয়ে কোনোমতে আটকে রাখা হয়েছে। ভরাট করে ফেলা হয়েছে ছড়াটিতে নামার সিঁড়ি|

এছাড়াও স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ মেখল সড়কের উপর ভবনটির বালি ফেলে রাখা হয়েছে। এতে সড়কটি দিয়ে যাতায়াতকারী হাজারো পথচারী, চলাচলকারী যানবাহন এবং স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে নির্মাণাধীন ভবনটির মালিক মালিক মো. মোস্তফা প্রবাসে থাকলেও বর্তমানে ভবনটির নির্মাণকাজ দেখাশোনা করছেন মো. রাশেদুল আলম নামে এক ব্যক্তি। তিনি বলেন, ‘আমরা আমাদের জায়গাতেই ভবন নির্মাণ করছি।’

এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন কালবেলাকে বলেন, ইতোমধ্যে ভবনটির নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। মালিকপক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র আনতে বলা হয়েছে। সরকারি সার্ভোয়ার দ্বারা জায়গা পরিমাপ করে পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে।

Read Entire Article