জকসু নির্বাচনসহ ৩ দাবি জবি ছাত্র অধিকারের

2 months ago 8

প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ চেয়ে জকসু নির্বাচনসহ তিন দফা দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ।

রোববার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

জবি ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাজী আহাদ এক লিখিত বক্তব্যে জকসু নির্বাচনের গুরুত্ব প্রকাশ করে বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে গণতান্ত্রিক চর্চা, শিক্ষার্থীদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিতকরণে ছাত্র সংসদ নির্বাচন একটি অপরিহার্য অনুষঙ্গ।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের অন্যতম অঙ্গীকার ছিল প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র, অংশগ্রহণমূলক ও নিয়মিত ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আয়োজন করা। সেই অনুযায়ী অনেক বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে বা রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে প্রশাসনের কার্যক্রম অত্যন্ত ধীরগতির এবং সদিচ্ছাশূন্য মনে হচ্ছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর পক্ষে কথা বলার ও প্রতিনিধিত্ব করার কোনো গণতান্ত্রিক প্ল্যাটফর্ম না থাকা যেমন অগণতান্ত্রিক, তেমনি এটি শিক্ষার্থীদের মতপ্রকাশ ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার হরণের সামিল। এ অবস্থায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা প্রশাসনের কাছে জাকসু নির্বাচনের একটি নির্দিষ্ট সময়সীমা ভিত্তিক রোডম্যাপ প্রকাশের জোর দাবি জানাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার অব্যবস্থাপনা ও ফুডকোর্ডোর প্রয়োজনীয়তা দেখিয়ে তিনি বলেন, বিশালসংখ্যক শিক্ষার্থীর চাহিদা পূরণে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোও অত্যন্ত করুণ ও অসম্পূর্ণ বিশ্ববিদ্যালয়জুড়ে মাত্র একটি ক্যাফেটেরিয়া রয়েছে, যেখানে নেই পর্যাপ্ত পানির ফিল্টার, নেই শিক্ষার্থীদের বসার জন্য প্রয়োজনীয় স্থান, এবং খাবারের মান নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন একটি ফুড কার্ড চালুর ঘোষণা দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি। বরং এই উদ্যোগটি এখন কাগজে-কলমে সীমাবদ্ধ রয়েছে, এবং প্রশাসনের পক্ষ থেকে এর বাস্তবায়নের লক্ষ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপও চোখে পড়ছে না।

তিন দফা দাবিগুলো হলো :

১. দ্রুত সময়সীমা নির্ধারণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে ২. বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার পরিবেশ ও সেবার মানোন্নয়ন করে শিক্ষার্থীবান্ধব অবকাঠামো নিশ্চিত করতে হবে ৩. শিক্ষার্থীদের স্বল্পমূল্যে মানসম্মত খাদ্য নিশ্চিত করতে ঘোষিত ‘ফুড কার্ড’ কার্যক্রম দ্রুত চালু করতে হবে এবং এর বাস্তবায়নে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করতে হবে।

Read Entire Article