জকসু নির্বাচনে ইনকিলাব মঞ্চের দুই নেতা বিজয়ী
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ (জকসু) নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছেন জবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নুর মোহাম্মদ এবং সদস্য সচিব শান্তা আক্তার। স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে নুর মোহাম্মদ ৪ হাজার ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা আক্তারও উল্লেখযোগ্য ভোটে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফলে ইনকিলাব মঞ্চের এই দুই নেতার বিজয় সংগঠনটির জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীরা শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ (জকসু) নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছেন জবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নুর মোহাম্মদ এবং সদস্য সচিব শান্তা আক্তার।
স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে নুর মোহাম্মদ ৪ হাজার ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা আক্তারও উল্লেখযোগ্য ভোটে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের ফলাফলে ইনকিলাব মঞ্চের এই দুই নেতার বিজয় সংগঠনটির জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীরা শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
What's Your Reaction?