জকসু নির্বাচনে ছাত্রশিবির ও ছাত্রশক্তির প্যানেল ঘোষণা
# শিবির প্যানেলের নেতৃত্বে রিয়াজুল-আরিফ# মনোনয়ন জমা ২৪৯টি# ছাত্রদলের বিদ্রোহী প্যানেলের মনোনয়ন প্রত্যাহার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) পদে আইন ও ভূমি প্রশাসন বিভাগের আব্দুল আলিম আরিফ এবং সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন পেয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও আপ বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা। ভিপি ও জিএস উভয়ে যথাক্রমে শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি হিসেবে দায়িত্বে রয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে এই প্যানেল ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। শাখা ছাত্রশিবির ছাড়াও আপ বাংলাদেশ ও ছাত্রী সংস্থা, ও ক্রিয়াশীল বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গন ও অরাজনৈতিক শিক্ষার্থীদের সমন্বয়ে এ প্যানেল ঘোষণা করা হয়েছে। এছাড়া সম্পাদকীয় পদগুলোর মধ্যে রয়েছে, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র
# শিবির প্যানেলের নেতৃত্বে রিয়াজুল-আরিফ
# মনোনয়ন জমা ২৪৯টি
# ছাত্রদলের বিদ্রোহী প্যানেলের মনোনয়ন প্রত্যাহার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) পদে আইন ও ভূমি প্রশাসন বিভাগের আব্দুল আলিম আরিফ এবং সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন পেয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও আপ বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা।
ভিপি ও জিএস উভয়ে যথাক্রমে শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি হিসেবে দায়িত্বে রয়েছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে এই প্যানেল ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। শাখা ছাত্রশিবির ছাড়াও আপ বাংলাদেশ ও ছাত্রী সংস্থা, ও ক্রিয়াশীল বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গন ও অরাজনৈতিক শিক্ষার্থীদের সমন্বয়ে এ প্যানেল ঘোষণা করা হয়েছে।
এছাড়া সম্পাদকীয় পদগুলোর মধ্যে রয়েছে, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে সাবেক বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক নূর নবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও শাখা অফিস সম্পাদক ইব্রাহীম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী ও জবি শাখা ছাত্রী সংস্থার সভানেত্রী সুখীমন খাতুন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে জবি শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আইন বিভাগের শিক্ষার্থী ও শাখা শিবিরের আইন সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নওশীন নওয়ার জয়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে শাখা শিবিরের বিতর্ক সম্পাদক নাহিদ হাসান রাসেল, ক্রীড়া সম্পাদক পদে জাতীয় স্বর্ণপদক জয়ী কারাতে জর্জিস আনোয়ার নাইম, পরিবহন সম্পাদক পদে আপ বাংলাদেশ এর জবি শাখা সংগঠক তাওহিদুল ইসলাম, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও শাখা অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. সোহাগ আহমেদ।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মনোনয়ন পেয়েছেন- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শান্তা আক্তার, মার্কেটিং বিভাগের সালেম এস সিয়াম, লোকপ্রশাসন বিভাগের ফাতেমা আক্তার অওরীন, অর্থনীতি বিভাগের আকিব হাসান, পরিসংখ্যান বিভাগের হাফেজ কাজী আরিফ, কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ মেহেদী হাসান, ইতিহাস বিভাগের আব্দুল্লাহ আল ফারুক।
জাতীয় ছাত্রশক্তি সমর্থিত প্যানেল ঘোষণা
এদিন দুপুর ১টায় ভাষা শহীদ রফিক ভবনের নিচে ‘জাতীয় ছাত্রশক্তি’ সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান।
এই প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদে নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কিশোর আনজুম সাম্য এবং জিএস পদে ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষ ও শাখা ছাত্রশক্তির সভাপতি মো. ফয়সাল মুরাদ এবং সহ-সাধারণ সম্পাদক পদে ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শাহিন মিয়া নির্বাচন করবেন।
এছাড়া ২১ সদস্যের এ প্যানেলে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মেহেরুননেসা হিমু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. ইমরান হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে তারেক সাদিদ, আইন ও মানবাধিকার সম্পাদক পদে জিহাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে শাহিনুর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. রাতুল হাসান, ক্রীড়া সম্পাদক ফেরদাউস সোহান, পরিবহন সম্পাদক পদে মুশফিকুর রহমান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে ফেরদাউস শেখ, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে আমিনুল মনোনীত হয়েছেন। এছাড়াও ৭টি নির্বাহী সদস্য পদে লড়বেন কামরুল হাসান রিয়াজ, হাসান মাহমুদ সাজ্জাদ, হাসান মাহমুদ সাকিব, অর্ণা, জাবির খান, সজীব মৃধা, পিয়ারুল।
প্রথম বর্ষের শিক্ষার্থীদের ‘তরুণ শিক্ষার্থী ঐক্য’ আংশিক প্যানেল ঘোষণা
জকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (সর্বকনিষ্ঠ) শিক্ষার্থীদের নিয়ে ‘তরুণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা করা হয়েছে। এদিন বিকেল ৩টায় এ প্যানেল ঘোষণা করা হয়। এই প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদে পরিসংখ্যান বিভাগের শিক্ষাবর্ষের তাওসিন ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) পদে একই শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী খন্দকার সালিল আলম আরাফ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শাহরিয়ার রহমান আবির নির্বাচন করবেন।
১১ সদস্যবিশিষ্ট এ প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. আশিফুল আকাশ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শুভ্রা মন্ডল , ক্রীড়া সম্পাদক আবদুল্লাহ সালেহ চৌধুরি, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে আকরামুজ্জামান মনোনীত হয়েছেন।এছাড়াও নির্বাহী সদস্য পদে লড়বেন রাকিবুল হাসান, পাভেল আনাম, সাদমান সাফিন, মুশফিকুর রহমান।
প্যানেল ঘোষণার সময় শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার ২০ বছরে পরে এসে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবারের মতো হতে যাওয়া এ নির্বাচন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ধন্যবাদ। আশা করি এ প্যানেল বিজয়ী হলে জবিয়ানদের সকল সমস্যা সমাধানে অগ্রণী ভুমিকা পালন করবে।
ছাত্রদলের বিদ্রোহী প্যানেলের মনোনয়ন প্রত্যাহার
ছাত্রদলের প্যানেলের বিপরীতে ‘জাগ্রত জবিয়ান’ নামে আলাদা প্যানেল ঘোষণা দেওয়া শিক্ষার্থীরা দলীয় প্রার্থীদের প্রতি সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এদিন বিকেল সাড়ে ৪টায় আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে এই ঘোষণা দেন বিদ্রোহী প্যানেলের নেতৃত্বে থাকা কাজী রফিকুল ইসলাম, তৌহিদ চৌধুরী ও মেহেদী হাসান আকন।
এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমরা যোগ্যতা থাকা সত্ত্বেও অনেককে সুযোগ দিতে পারিনি। তবুও দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রদর্শন করে তারা সকলে প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
মোট মনোনয়ন জমা ২৪৯টি
জকসু নির্বাচনে মনোনয়ন জমা দানের সময় শেষ হয়েছে। কেন্দ্রীয়ভাবে ২১১ জন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান। ছাত্রী হলের মোট ৩৮টি মনোনয়ন জমা হয়েছে। এর মধ্যে ছাত্রদল ১৬, ছাত্রীসংস্থার ১৩ এবং চিন্তকের ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। অন্যরা স্বতন্ত্র প্রার্থী বলে জানান নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আনজুম আরা।
এর আগে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে মোট ৩১২ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৬৭ জন আর হল সংসদে ৪৫ জন।
টিএইচকিউ/এমআইএইচএস
What's Your Reaction?