জকসু নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা নাহিদ ইসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী (জকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ী প্রতিনিধিদের প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতা নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক পোস্টে তিনি ভোটাধিকার পুনরুদ্ধারকে অর্থবহ করতে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পোস্টে নাহিদ ইসলাম বলেন, “আপামর ভোটারদের স্বার্থকে সর্বাগ্রে সমুন্নত রাখাই ভোটাধিকার পুনরুদ্ধারের প্রকৃত ও অর্থবহ উদযাপন।” প্রথম জকসু নির্বাচনে বিজয়ী ভাইস প্রেসিডেন্ট (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক (এজিএস)সহ নির্বাচিত সকল প্রতিনিধিকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত এই নির্বাচন শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, মর্যাদা ও প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা রয়েছে। একই পোস্টে নির্বাচনে বিজয়ী হতে না পারা প্রার্থীদের প্রতিও শুভকামনা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণই শিক্ষার্থী রাজনীতির শক্তি ও সৌন্দর্য। তিনি আশা প্রকাশ করেন, দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে জগন্নাথ

জকসু নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা নাহিদ ইসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী (জকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ী প্রতিনিধিদের প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতা নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক পোস্টে তিনি ভোটাধিকার পুনরুদ্ধারকে অর্থবহ করতে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

পোস্টে নাহিদ ইসলাম বলেন, “আপামর ভোটারদের স্বার্থকে সর্বাগ্রে সমুন্নত রাখাই ভোটাধিকার পুনরুদ্ধারের প্রকৃত ও অর্থবহ উদযাপন।” প্রথম জকসু নির্বাচনে বিজয়ী ভাইস প্রেসিডেন্ট (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক (এজিএস)সহ নির্বাচিত সকল প্রতিনিধিকে আন্তরিক অভিনন্দন জানান।

তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত এই নির্বাচন শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, মর্যাদা ও প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা রয়েছে।

একই পোস্টে নির্বাচনে বিজয়ী হতে না পারা প্রার্থীদের প্রতিও শুভকামনা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণই শিক্ষার্থী রাজনীতির শক্তি ও সৌন্দর্য।

তিনি আশা প্রকাশ করেন, দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, দেশ ও জুলাইয়ের চেতনায় দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করবেন।

উল্লেখ্য, প্রথমবারের মতো জকসু নির্বাচনে ২১ টি পদের মধ্যে ভিপি, জিএস এবং এজিএস সহ মোট ১৬ টি পদে ছাত্রশিবির সমর্থিত "অদম্য জবিয়ান ঐক্য" প্যানেল বিপুল ভোটে জয়লাভ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow