জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ৩৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ৬৫৫ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। নির্বাচনের তাত্ক্ষণিক ফলাফল অনুযায়ী তিনি ৪ হাজার ৪৩২ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম রাকিবের ভোট সংখ্যা ৩ হাজার ৭৭৭। এখনও বাকি রয়েছে ৬টি কেন্দ্রের ভোট গণনার কাজ। বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে আধুনিক ভাষা ইনস্টিটিউট এবং ফিল্ম এন্ড টেলিভিশন স্টাডিজ বিভাগের ভোট ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর প্রথমবারের মতো জাকসু এবং এক হলের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মিলনায়তনে আনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ছয়টি ওএমআর (অপটিকাল মার্ক রিকগনিশন) মেশিনে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। তবে গণনার সময় গড়মিল দেখা দেওয়ায় কাজ কিছু সময়ের জন্য বন

জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ৩৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ৬৫৫ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। নির্বাচনের তাত্ক্ষণিক ফলাফল অনুযায়ী তিনি ৪ হাজার ৪৩২ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম রাকিবের ভোট সংখ্যা ৩ হাজার ৭৭৭। এখনও বাকি রয়েছে ৬টি কেন্দ্রের ভোট গণনার কাজ।

বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে আধুনিক ভাষা ইনস্টিটিউট এবং ফিল্ম এন্ড টেলিভিশন স্টাডিজ বিভাগের ভোট ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর প্রথমবারের মতো জাকসু এবং এক হলের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মিলনায়তনে আনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ছয়টি ওএমআর (অপটিকাল মার্ক রিকগনিশন) মেশিনে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। তবে গণনার সময় গড়মিল দেখা দেওয়ায় কাজ কিছু সময়ের জন্য বন্ধ থাকে এবং গভীর রাতে পুনরায় গণনা শুরু হয়।

জাকসু নির্বাচনে মোট ১৬,৬৪৫ জন ভোটার ছিলেন, যাদের মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোট প্রদান করেছেন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদে ভোটগ্রহণ হয়। হল সংসদের মোট ভোটার ছিলেন ১,২৪২ জন এবং সেখানে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।

এভাবে বিশ্ববিদ্যালয় ইতিহাসে প্রথমবারের মতো জাকসু নির্বাচনে এবং হল সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে, যা শিক্ষার্থী সমাজের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow