জকসু রোডম্যাপসহ তিন দাবিতে ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন

2 months ago 5

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। রোববার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবিগুলো তুলে ধরেন সংগঠনটির দপ্তর সম্পাদক কাজী আহাদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক চর্চা ও শিক্ষার্থীদের মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৮ সালের জুলাই বিপ্লবের অন্যতম দাবি ছিল নিয়মিত ও অংশগ্রহণমূলক ছাত্র সংসদ নির্বাচন। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে এ বিষয়ে কার্যক্রম শুরু হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

তিনি আরও বলেন, প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়ে কোনো গণতান্ত্রিক প্ল্যাটফর্ম না থাকায় তারা প্রতিনিধিত্ববিহীন অবস্থায় রয়েছে। এটি প্রশাসনের সদিচ্ছার অভাব এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার উপেক্ষার স্পষ্ট উদাহরণ।

সংগঠনটি অভিযোগ করে জানায়, ক্যাম্পাসে থাকা একমাত্র ক্যাফেটেরিয়ার পরিবেশ অত্যন্ত নাজুক। সেখানে নেই মানসম্মত খাবার, নেই পর্যাপ্ত পানি ফিল্টার বা বসার জায়গা। দীর্ঘদিন আগে ঘোষিত ফুড কার্ড কার্যক্রম এখনো বাস্তবায়িত হয়নি, বরং তা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়ে গেছে।

এ অবস্থায় ছাত্র অধিকার পরিষদ তাদের তিন দফা দাবিতে জোর দিয়েছে: নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে; ক্যাফেটেরিয়ার পরিবেশ ও সেবার মানোন্নয়ন করে শিক্ষার্থীবান্ধব অবকাঠামো নিশ্চিত করতে হবে; ফুড কার্ড কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করে শিক্ষার্থীদের স্বল্পমূল্যে মানসম্মত খাবার নিশ্চিত করতে হবে।

সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দাবিগুলো শিক্ষার্থীদের ন্যায্য অধিকারসংক্রান্ত। প্রশাসন যদি অবিলম্বে বাস্তবসম্মত পদক্ষেপ না নেয়, তাহলে বৃহত্তর ছাত্রস্বার্থে গণতান্ত্রিক আন্দোলনে যেতে বাধ্য হব। এর দায়ভার সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।

সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

টিএইচকিউ/এমআইএইচএস/এমএস

Read Entire Article