জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আটক

3 months ago 10
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেকশন অফিসার আব্দুস সালাম সুমনকে আটক করেছে পুলিশ। তিনি ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ওপর হামলায় জড়িত ছিলেন বলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করছেন। শুক্রবার (৬ জুন) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার একটি বাজার থেকে জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।  আটক সুমন বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে। নাজিরপুর থানার ওসি মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, আব্দুস সালাম সুমন নামের একজন ব্যক্তিকে বৈঠাকাটা বাজার থেকে উত্তেজিত জনতার হাত থেকে পুলিশ হেফাজতে থেকে নেয়া হয়। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। অভিযোগ রয়েছে, আব্দুস সালাম সুমন ২০০৪-২০০৫ সালে ছাত্র থাকাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি ২০১৪ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার পদে চাকরি নিয়ে কর্মরত আছেন। উল্লেখ্য, ২০১১ সালের ৪ ডিসেম্বর ঢাকা কোর্ট চত্বরে পুলিশ প্রহরায় সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছিল ।
Read Entire Article