জগন্নাথপুর মুক্ত দিবস আজ

আজ ৯ ডিসেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে জগন্নাথপুর উপজেলা শত্রুমুক্ত হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে জগন্নাথপুরে ইতিহাসের বর্বরতম দুটি গণহত্যা সংগঠিত হয়েছিল।  হানাদারদের নৃশংসতা ও রাজাকারদের অপতৎপরতার বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এ অঞ্চলের জনগণ। জগন্নাথপুরের বিপুলসংখ্যক ছাত্র, যুবক, শিক্ষক, কৃষক, আইনজীবী মুক্তিযুদ্ধে অংশ নেন। একাত্তরের ৩১ আগস্ট শ্রীরামসী ও ১ সেপ্টেম্বর রানীগঞ্জ বাজারে পাক হানাদাররা ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছিল। শত শত মানুষকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করে। সেই পৈশাচিক হত্যাকাণ্ড আজও এ অঞ্চলের মানুষের হৃদয়ে নাড়া দেয়। ৯ ডিসেম্বর ১৯৭১ সালে শত্রুমুক্ত হয় জগন্নাথপুর উপজেলা। সাহসী যোদ্ধাদের কাছে রাজাকার, পাকসেনারা সেদিন আত্মসমর্পণ করে। এদিকে মুক্ত দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আলোচনার আয়োজন করা হয়েছে।

জগন্নাথপুর মুক্ত দিবস আজ

আজ ৯ ডিসেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে জগন্নাথপুর উপজেলা শত্রুমুক্ত হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে জগন্নাথপুরে ইতিহাসের বর্বরতম দুটি গণহত্যা সংগঠিত হয়েছিল। 

হানাদারদের নৃশংসতা ও রাজাকারদের অপতৎপরতার বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এ অঞ্চলের জনগণ। জগন্নাথপুরের বিপুলসংখ্যক ছাত্র, যুবক, শিক্ষক, কৃষক, আইনজীবী মুক্তিযুদ্ধে অংশ নেন।

একাত্তরের ৩১ আগস্ট শ্রীরামসী ও ১ সেপ্টেম্বর রানীগঞ্জ বাজারে পাক হানাদাররা ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছিল। শত শত মানুষকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করে। সেই পৈশাচিক হত্যাকাণ্ড আজও এ অঞ্চলের মানুষের হৃদয়ে নাড়া দেয়। ৯ ডিসেম্বর ১৯৭১ সালে শত্রুমুক্ত হয় জগন্নাথপুর উপজেলা। সাহসী যোদ্ধাদের কাছে রাজাকার, পাকসেনারা সেদিন আত্মসমর্পণ করে।

এদিকে মুক্ত দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আলোচনার আয়োজন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow