জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের নির্মূলের ঘোষণা র্যাব ডিজির
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সেখানে অবৈধভাবে বসবাসকারী ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের নির্মূল করা হবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭-এর প্রধান কার্যালয়ে হামলায় নিহত র্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। র্যাব মহাপরিচালক বলেন, হামলায় নিহত উপসহকারী পরিচালক মোতালেব হোসেন শহীদ হয়েছেন। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং রায় কার্যকর হওয়া পর্যন্ত বিষয়টি র্যাব নিবিড়ভাবে মনিটর করবে। তিনি আরও বলেন, শহীদ মোতালেবের পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। পরিবারের পাশে থাকার দায়িত্ব র্যাব গ্রহণ করেছে। এর আগে সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। একই ঘটনায় র্যাবের আরও তিন সদস্য ও মনা নামে একজন সোর্স গুরুতর আহত হন। নিহত মোতালেব বিজিবির নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সেখানে অবৈধভাবে বসবাসকারী ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের নির্মূল করা হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭-এর প্রধান কার্যালয়ে হামলায় নিহত র্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, হামলায় নিহত উপসহকারী পরিচালক মোতালেব হোসেন শহীদ হয়েছেন। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং রায় কার্যকর হওয়া পর্যন্ত বিষয়টি র্যাব নিবিড়ভাবে মনিটর করবে।
তিনি আরও বলেন, শহীদ মোতালেবের পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। পরিবারের পাশে থাকার দায়িত্ব র্যাব গ্রহণ করেছে।
এর আগে সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। একই ঘটনায় র্যাবের আরও তিন সদস্য ও মনা নামে একজন সোর্স গুরুতর আহত হন। নিহত মোতালেব বিজিবির নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র্যাবে কর্মরত ছিলেন।
র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি রাজনৈতিক কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে সেখানে অভিযান চালাতে গিয়ে র্যাব সদস্যদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে অস্ত্র ছিনিয়ে নিয়ে র্যাব সদস্যদের মারধর করা হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন।
What's Your Reaction?