জঙ্গল সলিমপুরের ঘটনায় কালা বাচ্চু গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলার আসামি কালা বাচ্চু ওরফে কালু নামের আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জঙ্গল সলিমপুরের র‍্যাব হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার ১৯ নম্বর আসামি বাচ্চু। এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।  সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গল সলিমপুরের এক নং সমাজে কালুর অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কালু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়। ‎ওসি মাহিনুল ইসলাম আরও জানান, জঙ্গল সলিমপুরে অভিযানকালে সন্ত্রাসী হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনায় বৃহস্পতিবার সকালে র‍্যাবের এক উপসহকারী পরিচালক বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় মো. ইয়াসিন ও নুরুল হক ভান্ডারীসহ ২৯ জনকে সুনির্দিষ্ট আসামি করার পাশাপাশি ১৫০ -২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা

জঙ্গল সলিমপুরের ঘটনায় কালা বাচ্চু গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলার আসামি কালা বাচ্চু ওরফে কালু নামের আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জঙ্গল সলিমপুরের র‍্যাব হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার ১৯ নম্বর আসামি বাচ্চু। এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গল সলিমপুরের এক নং সমাজে কালুর অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কালু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়।

‎ওসি মাহিনুল ইসলাম আরও জানান, জঙ্গল সলিমপুরে অভিযানকালে সন্ত্রাসী হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনায় বৃহস্পতিবার সকালে র‍্যাবের এক উপসহকারী পরিচালক বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় মো. ইয়াসিন ও নুরুল হক ভান্ডারীসহ ২৯ জনকে সুনির্দিষ্ট আসামি করার পাশাপাশি ১৫০ -২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

‎মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow