জনগণের কল্যাণের জন্যই আমার রাজনীতি : নুরুদ্দিন অপু
শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, আমি রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য, তাদের হাসি দেখার জন্য। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বড় শিধলকুড়া এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে নুরুদ্দিন আহাম্মেদ অপুর কাছে স্থানীয় বাসিন্দা রবিতন নেছা একটি গভীর নলকূপ স্থাপনের আবেদন করলে এ কথা বলেন তিনি। রবিতন নেছা মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে বলেন, প্রতিদিন অনেক দূর থেকে পানি আনতে হয়। মেয়ে ও বাচ্চারা কষ্ট পায়। যদি একটি গভীর নলকূপ হয়, পুরো এলাকা উপকৃত হবে। এ পরিপ্রেক্ষিতে অপু বলেন, রবিতন নেছার এ আবেদন বাস্তবায়নের চেষ্টা করব। স্থানীয়রা জানান, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সবসময় এলাকার মানুষের পাশে থাকেন। সব ক্ষেত্রেই তার আন্তরিক উপস্থিতি লক্ষ্য করা যায়। তার মতো নেতার দরকার ছিল অনেক আগেই। তিনি দল-মত নির্বিশেষে সবার পাশে দাঁড়ান। মানুষের কষ্ট বোঝেন, সাহায্যের হাত বাড়ান। এলাকাবাসীর প্রত্যাশা মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর উদ্যোগে
শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, আমি রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য, তাদের হাসি দেখার জন্য।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বড় শিধলকুড়া এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে নুরুদ্দিন আহাম্মেদ অপুর কাছে স্থানীয় বাসিন্দা রবিতন নেছা একটি গভীর নলকূপ স্থাপনের আবেদন করলে এ কথা বলেন তিনি।
রবিতন নেছা মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে বলেন, প্রতিদিন অনেক দূর থেকে পানি আনতে হয়। মেয়ে ও বাচ্চারা কষ্ট পায়। যদি একটি গভীর নলকূপ হয়, পুরো এলাকা উপকৃত হবে। এ পরিপ্রেক্ষিতে অপু বলেন, রবিতন নেছার এ আবেদন বাস্তবায়নের চেষ্টা করব।
স্থানীয়রা জানান, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সবসময় এলাকার মানুষের পাশে থাকেন। সব ক্ষেত্রেই তার আন্তরিক উপস্থিতি লক্ষ্য করা যায়। তার মতো নেতার দরকার ছিল অনেক আগেই। তিনি দল-মত নির্বিশেষে সবার পাশে দাঁড়ান। মানুষের কষ্ট বোঝেন, সাহায্যের হাত বাড়ান। এলাকাবাসীর প্রত্যাশা মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর উদ্যোগে খুব শিগ্গিরই বিশুদ্ধ পানির ব্যবস্থা হবে, আর সেই সঙ্গে বদলে যাবে গ্রামের মানুষের দৈনন্দিন জীবন।
What's Your Reaction?