জনগণের দোয়া ও সমর্থন চাইলেন রবিউল

ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম বলেছেন, অতীতে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিলেও তখন ভোটাররা ভোট দিতে পারেননি। এবার দলীয় আস্থায় পুনরায় প্রার্থী হয়ে এসেছি। জনগণের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই। শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর হাজারীবাগে টেনারির মোড়ে তাহাসিনুল কোরআন শিক্ষা পরিবার আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রবিউল আলম বলেন, আমি একজন রাজনীতিক হিসেবে এর আগেও ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের কাছে এসেছিলাম, কিন্তু আপনারা ভোট দিতে পারেননি। এবার দল আবার আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে বিএনপির প্রার্থী হিসেবে। আমি আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই। তিনি বলেন, আমরা অর্থ, মর্যাদা কিংবা ক্ষমতার প্রতিযোগিতায় নয়; বরং মুমিন ও মুত্তাকি হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হব। কারণ, আল্লাহর প্রিয় বান্দা হওয়াতেই রয়েছে প্রকৃত সাফল্য। তিনি বলেন, যিনি রাসূলুল্লাহ (সা.) যা করতেন তাই করেন এবং যা করতেন না তা পরিহার করেন, তিনিই প্রকৃত মুমিন ও মুত্তাকি। আল্লাহ মুমিন ও মুত্তাকিদের শুধু ভালোবাসেন না, তাদের জন্য বিশেষ পুরস্কারও নির্ধারণ করে রেখেছেন। রবিউল আলম বলেন,

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন রবিউল

ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম বলেছেন, অতীতে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিলেও তখন ভোটাররা ভোট দিতে পারেননি। এবার দলীয় আস্থায় পুনরায় প্রার্থী হয়ে এসেছি। জনগণের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর হাজারীবাগে টেনারির মোড়ে তাহাসিনুল কোরআন শিক্ষা পরিবার আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রবিউল আলম বলেন, আমি একজন রাজনীতিক হিসেবে এর আগেও ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের কাছে এসেছিলাম, কিন্তু আপনারা ভোট দিতে পারেননি। এবার দল আবার আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে বিএনপির প্রার্থী হিসেবে। আমি আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই।

তিনি বলেন, আমরা অর্থ, মর্যাদা কিংবা ক্ষমতার প্রতিযোগিতায় নয়; বরং মুমিন ও মুত্তাকি হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হব। কারণ, আল্লাহর প্রিয় বান্দা হওয়াতেই রয়েছে প্রকৃত সাফল্য।

তিনি বলেন, যিনি রাসূলুল্লাহ (সা.) যা করতেন তাই করেন এবং যা করতেন না তা পরিহার করেন, তিনিই প্রকৃত মুমিন ও মুত্তাকি। আল্লাহ মুমিন ও মুত্তাকিদের শুধু ভালোবাসেন না, তাদের জন্য বিশেষ পুরস্কারও নির্ধারণ করে রেখেছেন।

রবিউল আলম বলেন, আল্লাহ তাদেরই ভালোবাসেন যারা সবসময় আল্লাহকে ভয় করে, বিনয়ী ও নম্র থাকে, সীমালঙ্ঘন করে না এবং ন্যায়বিচারের সঙ্গে ফয়সালা করে। যারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাদের এসব গুণাবলি অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, নামাজ, রোজা, যাকাত ও হজ শুধু ইবাদত নয় বরং সকাল থেকে রাত পর্যন্ত মুমিন যা কিছু করে তার প্রতিটি কাজই ইবাদত হতে পারে যদি তা আল্লাহর নির্দেশ অনুযায়ী হয়। অমানত রক্ষা করা, ওয়াদা পূরণ করা, ন্যায্যতার সঙ্গে বিচার করা, সদকা দেওয়া, প্রতিবেশীর হক আদায় করা এবং ব্যবসায় সঠিক ওজন ও মান বজায় রাখা এসবই কোরআনের নির্দেশ।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত আল্লাহকে সন্তুষ্ট করা। এর জন্য অর্থবিত্ত বা বড় বাড়ির প্রয়োজন নেই; প্রয়োজন শুধু বিশ্বাস ও আমল।

শেখ রবিউল আলম বলেন, সন্তানকে ভালোবাসা স্বাভাবিক, কিন্তু সন্তানকে লালন-পালন ও সুশিক্ষিত করা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, তবেই তা মুমিন ও মুত্তাকির কাজ হিসেবে গণ্য হবে। শুধু মানুষের প্রশংসার জন্য করলে তা ভালো কাজ হলেও প্রকৃত তাকওয়ার শর্ত পূরণ হবে না।

আখেরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, কবরের শান্তি, পুনরুত্থান দিবস এবং বিচার দিবসে আল্লাহর সাহায্যই একজন বান্দার প্রকৃত লাভ। আল্লাহর প্রিয় বান্দা হলে জান্নাত নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, মুমিন ও মুত্তাকি মানুষ তৈরি হলে সমাজে ন্যায়ভিত্তিক, সম্প্রীতির সমাজ এবং ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে। এটাই একজন আল্লাহর বান্দা হিসেবে আমাদের মূল দায়িত্ব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow