জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন বিগত এমপি : কাদের গণি

1 week ago 13

বিএনপির নির্বাহী কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, বিগত ১৭ বছর ফটিকছড়িতে কোনো উন্নয়ন হয়নি। ঠিকাদার থেকে শুরু করে সব কাজে, সবার কাছ থেকে কমিশন বাণিজ্য হয়েছে। ফটিকছড়ির জনগণের ভাগ্য ও উন্নয়ন নিয়ে ছিনিমিনি খেলেছেন বিগত সময়ের এমপি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফটিকছড়ি পৌর সদর বিবিরহাটে প্রচারপত্র বিতরণের সময় এসব কথা বলেন তিনি।

এ সময় কাদের গণি চৌধুরী বলেন, ফটিকছড়িতে যারা বিএনপির মনোনয়নপ্রত্যাশী, তারা কোনো না কোনোভাবে যোগ্য। তবে, আগামীর সংসদ হবে শিক্ষিত, মার্জিত, ভদ্রদের। যারা সংসদে দাঁড়িয়ে ফটিকছড়ির অধিকার নিয়ে কথা বলতে পারবেন, এমন মানুষকেই সংসদে পাঠাতে বদ্ধপরিকর ফটিকছড়িবাসী।

প্রচারপত্র বিতরণ কর্মসূচি উপলক্ষে পৌরসভার গাউছিয়া মার্কেট থেকে একটি বিশাল মিছিল চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক হয়ে বিবিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দরগাহ রোডে গিয়ে শেষ হয়। এ সময় তার সঙ্গে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা উপস্থিত ছিলেন।

Read Entire Article