‘জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক’
বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, বিগত আওয়ামী স্বৈরাচার উৎখাতের জন্য যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্যটি আমাদের জাতীয় জীবনে অটুট থাকুক। দ্রুত জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের নেতা জননেতা তারেক রহমান গণতান্ত্রিক মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেন। আমরা সেই দেশ বিনির্মাণের জন্য একসঙ্গে কাজ করে যেতে চাই। তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশের বিনির্মাণ করতে সহযোগিতা ও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে অনুরোধ করেন বিএনপির এই নেতা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সহসভাপতি ইকবাল হাসান কাজল, জেলা ওলামাদল নেতা ক্বারি সিরাজুল ইসলাম, বিএনপি নেতা নুরুল আমিন আকন্দ, সালেহ আহমেদ, আসাদুজ্জামান রমজান, শামসুদ্দিন ডিলার, রিপন ফকির, মফিজ উদ্দিন, সিরাজুল ইসলাম প্রমুখ।