জনতার ধাওয়ায় পালালো মিছিল করতে আসা আওয়ামী লীগ কর্মীরা

17 hours ago 6

খুলনার সোনাডাঙ্গা থানা এলাকায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা ও লবণচরা থানা এলাকায় টায়ার পোড়ানোর সময় ধাওয়া দিয়েছে স্থানীয় জনতা। এতে পালিয়ে যায় কার্যক্রম নিষিদ্ধ দলটির কর্মীরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ৯টায় লবনচরা ও সাড়ে ৯টায় সোনাডাঙা থানাধীন পাওয়ার হাউজ এলাকায় এ ঘটনা ঘটেছে।

লবনচোরা থানা সূত্রে জানা যায়, বিশ্বরোড এলাকায় দুই মোটরসাইকেলে চারজন আওয়ামী লীগ নেতাকর্মী এসে টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে থাকে। এসময় এলাকাবাসী চিৎকার করে মূল সড়কের দিকে আসতে শুরু করলে তারা পালিয়ে যায়।

সোনাডাঙ্গা থানা সূত্রে জানা যায়, পাওয়ার হাইজ মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করে। এসময় স্থানীয়রা ধাওয়া দেয়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এসে ৩ জনকে আটক করে।

লবনচোরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান, টায়ার পুড়িয়ে অরাজকতা করতে চেয়েছিল। কিন্তু আমরা ঘটনাস্থলে আসার পূর্বেই তারা পালিয়ে যায়। আমরা ঘটনাস্থলে রয়েছি।

সোনাডাঙ্গা থানার ওসি কবির হোসেন ও পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল ইসলাম খান বলেন, তিনজনকে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

আরিফুর রহমান/এমএন/এএসএম

Read Entire Article