জনতার ভিড়ের মধ্যে ঢুকে পড়ল ট্রাক, নিহত ৩

1 day ago 6
মাতাল অবস্থায় ট্রাক চালিয়ে জনতার ভিড়ের মধ্যে ঢুকে পড়ায় অন্তত তিনজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। কারণ মানুষের ছিন্নভিন্ন লাশ রাস্তায় পড়েছিল এবং বাতাসে চিৎকারের শব্দ শোনা যায়। কর্তৃপক্ষের ধারণা, নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। খবর এনডিটিভি  পুলিশ জানিয়েছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) বিমানবন্দর রোডের শিকশাক নগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ঢুকে পড়ে। এতে অনেক ব্যক্তি ট্রাকের নিচে চাপা পড়ে এবং অন্তত আরও ১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।  পুলিশের ডেপুটি কমিশনার কৃষ্ণা লালচন্দানি বলেন, ট্রাকচালক ব্যাপক মাতাল অবস্থায় ছিল। সে প্রথমে দুই বাইকারকে চাপা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকের ধাক্কায় অনেক মারাত্মক আহত হয়েছেন। পথচারী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার এক পর্যায়ে উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকটি নিচে আটকে থাকা বাইকের ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।   এদিকে এ ঘটনায় ইন্দোর হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দুটি মরদেহ জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের চিকিৎসায় যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।  মুখ্যমন্ত্রী মোহন যাদব এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। এক্স পোস্টে তিনি বলেন, ইন্দোরে ট্রাক দুর্ঘটনা আমাদের জন্য অনেক মর্মান্তিক। কী কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তার কারণ তদন্তে অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) নির্দেশ দেওয়া হয়েছে। 
Read Entire Article