জনতার রায়েই ফিরবে বিএনপি : আমান উল্লাহ আমান

5 months ago 13

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী দিনে বিএনপিই আবার ক্ষমতায় ফিরে আসবে। জনগণের রায়ই হবে আওয়ামী লীগের রাজনীতির পরিণতির চূড়ান্ত রায়।

রোববার (০১ জুন) বিকেলে কেরানীগঞ্জের কোনাখোলায় এক আলোচনা সভা এসব কথা বলেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও বাস্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের উদ্বোধনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমান উল্লাহ আমান বলেন, আওয়ামী লীগ এখন জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এ দেশে তাদের রাজনীতিতে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে আইন করে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। তারা জানে, সুষ্ঠু নির্বাচনের মুখোমুখি হলে জনতার রায় তাদের বিপক্ষেই যাবে।

তিনি বলেন, ১৯৭১ সালে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন। আবার ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলনেও নেতৃত্ব দিয়েছে জিয়া পরিবার। আজকের ক্রান্তিকালে তারেক রহমানের নেতৃত্বে ‘জুলাই বিপ্লব’ শুরু হয়েছে- জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতেই।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের শিকার হয়েছেন হাজারো বিএনপি নেতাকর্মী। মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। আমি নিজেও ১১ বার কারাভোগ করেছি। অথচ বিএনপির শক্তি এখনো দেশের ঘরে ঘরে। জনগণের রায়েই বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহসভাপতি হাজি শামীম হাসান, সহসভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতারাসহ কেরানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

Read Entire Article