জনপ্রশাসন সংস্কারে প্রস্তাবনা দিলো বিএনপি

3 weeks ago 16

জনপ্রশাসন সংস্কারের লক্ষ্যে প্রস্তাবনা দিয়েছে বিএনপি। দলীয় নয়, পেশাদারত্বের ভিত্তিতে প্রশাসনে নিয়োগ ও পদোন্নতিসহ বিভিন্ন প্রস্তাব রেখেছে দলটি।

রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন সচিবের সঙ্গে সাক্ষাৎ করে প্রস্তাবপত্র জমা দেন বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ও দলটি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ। প্রস্তাবে, প্রশাসনকে ঢেলে সাজানোর সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন:

এ বিষয়ে সাংবাদিকদের ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। প্রতিটি নির্বাচনের তিন মাস আগে প্রশাসনের সর্বস্তরে পরিবর্তন আনতে হবে। ডিসি ফিট লিস্ট করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।’

দীর্ঘদিন ধরে একই পদে, একই স্থানে থেকে সিন্ডিকেট করা কর্মচারীদের বদলির কথাও বলা হয়েছে প্রস্তাবনায়।

আগের সরকারের সুবিধা নেওয়া যেসব কর্মকর্তা ঘাপটি মেরে বসে রয়েছেন, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান ইসমাইল জবিউল্লাহ।

কেএইচ/এমআরএম/এমএস

Read Entire Article