নড়াইলে বাড়ছে বস্তা পদ্ধতিতে আদা চাষ। বস্তায় মাটি ভরে তাতে শুকনো কচুরিপানা, সার, কীটনাশক পরিমাণ মত মিশিয়ে বীজ বপন করতে হয়। প্রতি বস্তায় ফলন পাওয়া যায় ৭শ’ থেকে ৮শ’ গ্রাম। মসলা এবং ভেষজ ওষুধ হিসেবে আদা ব্যবহার হওয়ায় বাজারমূল্য বেশ চড়া।
The post জনপ্রিয় হয়ে উঠছে বস্তা পদ্ধতিতে আদা চাষ appeared first on চ্যানেল আই অনলাইন.