জনসভায় হামলা-ভাঙচুর গণতন্ত্রের ওপর গভীর হুমকি : জেএসডি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, জেএসডি নেত্রী তানিয়া রবের নির্বাচনী এলাকায় এবং নির্বাচনী জনসভায় সংঘটিত নগ্ন সহিংসতা, কাপুরুষোচিত হামলা, ব্যাপক ভাঙচুর এবং পদে পদে সুপরিকল্পিত বাধা আমাদের গণতান্ত্রিক ভিত্তিকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। এই ধরনের বর্বরোচিত কর্মকাণ্ড গণতান্ত্রিক মূল্যবোধের ওপর এক নির্লজ্জ আক্রমণ। আমরা গভীর উদ্বেগ, চরম ক্ষোভ এবং তীব্র নিন্দার সঙ্গে জাতির সামনে আজ এই জঘন্য সত্য তুলে ধরছি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ফেনীতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের নিজ বাড়িতে জেলা জেএসডি’র প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিনিধি সভায় স্বপন বলেন, আমরা এই রাজনৈতিক সন্ত্রাস এবং স্বাধীন রাজনৈতিক কর্মকাণ্ডে ইচ্ছাকৃত বাধা প্রদানের তীব্রতম নিন্দা ও ধিক্কার জানাই। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। অথচ আজ যা ঘটেছে, তা প্রমাণ করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অথবা প্রশ্রয়ে গণতন্ত্রের মৌলিক অধিকারকে গলা টিপে হত্যা করার অপচেষ্টা চলছে। এটি গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠোকার শামিল এক গভী

জনসভায় হামলা-ভাঙচুর গণতন্ত্রের ওপর গভীর হুমকি : জেএসডি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, জেএসডি নেত্রী তানিয়া রবের নির্বাচনী এলাকায় এবং নির্বাচনী জনসভায় সংঘটিত নগ্ন সহিংসতা, কাপুরুষোচিত হামলা, ব্যাপক ভাঙচুর এবং পদে পদে সুপরিকল্পিত বাধা আমাদের গণতান্ত্রিক ভিত্তিকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। এই ধরনের বর্বরোচিত কর্মকাণ্ড গণতান্ত্রিক মূল্যবোধের ওপর এক নির্লজ্জ আক্রমণ। আমরা গভীর উদ্বেগ, চরম ক্ষোভ এবং তীব্র নিন্দার সঙ্গে জাতির সামনে আজ এই জঘন্য সত্য তুলে ধরছি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ফেনীতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের নিজ বাড়িতে জেলা জেএসডি’র প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিনিধি সভায় স্বপন বলেন, আমরা এই রাজনৈতিক সন্ত্রাস এবং স্বাধীন রাজনৈতিক কর্মকাণ্ডে ইচ্ছাকৃত বাধা প্রদানের তীব্রতম নিন্দা ও ধিক্কার জানাই। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। অথচ আজ যা ঘটেছে, তা প্রমাণ করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অথবা প্রশ্রয়ে গণতন্ত্রের মৌলিক অধিকারকে গলা টিপে হত্যা করার অপচেষ্টা চলছে। এটি গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠোকার শামিল এক গভীর ষড়যন্ত্র।​আমরা জেএসডির প্রতিটি কর্মী, সমর্থক এবং দেশের প্রতিটি গণতন্ত্রপ্রেমী নাগরিককে সতর্ক ও সোচ্চার হওয়ার আহ্বান জানাই। 

তিনি বলেন, আমাদের রাজনৈতিক পথ হবে সর্বদা শান্তিপূর্ণ, অহিংস এবং সাংবিধানিক আন্দোলনের। কোনো স্বৈরাচারী শক্তি যেন সহিংসতা, হামলা বা ভাঙচুরের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক কর্মসূচি দমন করতে না পারে। আমরা ভীত নই, বরং আরও দৃঢ়প্রতিজ্ঞ! সরকার ও প্রশাসনের প্রতি আমাদের চূড়ান্ত হুঁশিয়ারি, অবিলম্বে এই হামলার নেপথ্যের মূল হোতা ও সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। প্রতিটি নির্বাচনী কর্মকাণ্ডের পূর্ণ নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হোক। জেএসডি হিসেবে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ যে, আমরা কোনো প্রকার সহিংসতা বা সন্ত্রাসের কাছে মাথা নত করব না। সংলাপ নয়, আমরা এখন ন্যায্য প্রতিকার এবং কঠোর জবাবদিহিতার মাধ্যমে এই সন্ত্রাসের মোকাবিলা করব এবং জনগণের ম্যান্ডেট ছিনিয়ে আনব। 

ফেনী জেলা জেএসডির সভাপতি হীরালাল চক্রবর্তীর সভাপতিত্বে এবং এম এইচ জাহাঙ্গীরের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক অ্যাড. সামছুদ্দিন মজুমদার সাচ্চু, তাহের উদ্দিন মহিম, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, অ্যাডভোকেট ওসমান গনি, তাজউদ্দিন আজাদ, আনোয়ার হোসেন, সুলতান আহমেদ মাস্টার প্রমুখ।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow