কাজেম শাহর জায়গায় মজিবর রহমান জনি একাদশে। আর শুরু থেকে খেলার সুযোগ পেয়ে তার গোলেই বাংলাদেশ সমতায় ফিরেছে। এর আগে অধিনায়ক তপু বর্মণের ভুলে স্বাগতিকরা পিছিয়ে পড়ে। আলি ফাসির আজকেও গোল করে মালদ্বীপকে এগিয়ে নেন। তবে বিরতির দুই মিনিট আগে জনির গোলে ১-১ এ সমতায় ফিরে ড্রেসিংরুমে গেছে বাংলাদেশ।
শনিবার কিংস অ্যারেনাতে একাদশে একটি পরিবর্তন রেখে হাভিয়ের কাবরেরার শিষ্যরা মাঠে খেলছে। আজকের একাদশে নেই আগের... বিস্তারিত