জবি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইসলামিক স্টাডিজ বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল ম্যাচে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে দুপুর ১১:৩০ মিনিটে ফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ। ম্যাচের শুরুতে ইসলামিক স্টাডিজ বিভাগের বোলারদের তোপের মুখে রান তুলতে হিমশিম খায় ব্যাটাররা।
নির্ধারিত ১০ ওভারের খেলায় ৭টি উইকেট হারিয়ে তাদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৬৪ রান। জবাবে ৬৫ রানের টার্গেটে নেমে ৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ইসলামিক স্টাডিজ বিভাগ।
ইসলামিক স্টাডিজ বিভাগের জয়ের মূল নায়ক ছিলেন দারুণ ছন্দে থাকা ওয়ান ডাউন ব্যাটসম্যান শিশির আহমেদ। তার ব্যাট থেকে আসে ৩৭ রান। ইনিংসের শেষ ওভারে এবং তার ২য় নম্বর ওভারে ৪ উইকেট হারায় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ ও সেরা ব্যাটসম্যানের পুরস্কার উঠে শিশির আহমেদের হাতে। এছাড়া ম্যান অব দ্য সিরিজ পুরস্কার পায় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের নওশিন এবং সেরা বোলার পুরস্কার অর্জন করে ইসলামিক স্টাডিজ বিভাগের হাশেম।
টুর্নামেন্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।