জবি ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা অঙ্কন ঘিরে উত্তেজনা, ছাত্রদলের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের প্রধান ফটকে পাকিস্তানের পতাকা অঙ্কনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পাকিস্তানবিরোধী স্লোগানে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা ‘সবার আগে বাংলাদেশ’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’ এবং ‘পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এর আগে রাত আনুমানিক একটার দিকে ক্যাম্পাসের মেইন গেটে পাকিস্তানের পতাকা অঙ্কনের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে প্রক্টরিয়াল টিম সরে গেলে পুনরায় পতাকা অঙ্কনের কাজ শুরু করা হয় এবং পরে তা সম্পন্ন করা হয়। এ বিষয়ে বিশ্বব

জবি ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা অঙ্কন ঘিরে উত্তেজনা, ছাত্রদলের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের প্রধান ফটকে পাকিস্তানের পতাকা অঙ্কনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পাকিস্তানবিরোধী স্লোগানে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা ‘সবার আগে বাংলাদেশ’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’ এবং ‘পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এর আগে রাত আনুমানিক একটার দিকে ক্যাম্পাসের মেইন গেটে পাকিস্তানের পতাকা অঙ্কনের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে প্রক্টরিয়াল টিম সরে গেলে পুনরায় পতাকা অঙ্কনের কাজ শুরু করা হয় এবং পরে তা সম্পন্ন করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে কোনো বিদেশি পতাকা অঙ্কন করতে হলে প্রশাসনের পূর্বানুমতি বাধ্যতামূলক। কিন্তু অনুমতি ছাড়াই মেইন গেটে পাকিস্তানের পতাকা আঁকার উদ্যোগ নেওয়া হলে প্রক্টরিয়াল টিম তা বন্ধ করার নির্দেশ দেয়। নির্দেশনা অমান্য করেই পতাকা অঙ্কনের কাজ শেষ করা হয়েছে বলে তিনি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow