জবি মাদারীপুর জেলা ছাত্রকল্যাণের নতুন নেতৃত্বে ফয়সাল–অলি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ (জবি) মাদারীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ফয়সাল রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আ. রহমান অলি। নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহ-সভাপতি: মো. রবিন শেখ যুগ্ম সাধারণ সম্পাদক: ইমরান মাহামুদ, খন্দকার রাকিব আহমেদ সাংগঠনিক সম্পাদক: আসিফ আদনান, মো. তাহসিনুল ইসলাম, নয়নতাড়া বাড়ৈ দপ্তর সম্পাদক: মো. হান্নান হাওলাদার কোষাধ্যক্ষ: তানজিম সিয়াম প্রচার সম্পাদক: জুয়েল আহমেদ আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক: আনিকা তাসিন খান নারী বিষয়ক সম্পাদক: সাদিয়া নুসরাত লাবন্য কমিটি ঘোষণার পর প্রতিক্রিয়ায় সভাপতি মো. ফয়সাল রহমান বলেন, “আমি চাই মাদারীপুর জেলার প্রতিটি শিক্ষার্থী আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে। তারা যেন নিজেদের মেধা, বুদ্ধিমত্তা, কর্মদক্ষতা ও সাহসের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের অংশীদার হতে পারে। তবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এখনো শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ পরিবেশ নিশ্চিত করতে পারছে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। এসব সীমাবদ্ধতা অতিক্রম করে যেন আমরা নিজেদের ক্যারিয়ার গড়ে ত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ (জবি) মাদারীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ফয়সাল রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আ. রহমান অলি।
নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহ-সভাপতি: মো. রবিন শেখ যুগ্ম সাধারণ সম্পাদক: ইমরান মাহামুদ, খন্দকার রাকিব আহমেদ সাংগঠনিক সম্পাদক: আসিফ আদনান, মো. তাহসিনুল ইসলাম, নয়নতাড়া বাড়ৈ দপ্তর সম্পাদক: মো. হান্নান হাওলাদার কোষাধ্যক্ষ: তানজিম সিয়াম প্রচার সম্পাদক: জুয়েল আহমেদ আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক: আনিকা তাসিন খান নারী বিষয়ক সম্পাদক: সাদিয়া নুসরাত লাবন্য
কমিটি ঘোষণার পর প্রতিক্রিয়ায় সভাপতি মো. ফয়সাল রহমান বলেন, “আমি চাই মাদারীপুর জেলার প্রতিটি শিক্ষার্থী আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে। তারা যেন নিজেদের মেধা, বুদ্ধিমত্তা, কর্মদক্ষতা ও সাহসের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের অংশীদার হতে পারে। তবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এখনো শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ পরিবেশ নিশ্চিত করতে পারছে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। এসব সীমাবদ্ধতা অতিক্রম করে যেন আমরা নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে পারি—এই লক্ষ্যেই মাদারীপুর জেলার সব শিক্ষার্থীকে একত্রে নিয়ে কাজ করতে চাই।”
সাধারণ সম্পাদক আ. রহমান অলি বলেন, “সকল ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে একত্র করে একটি পরিবারের মতো ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়াই আমাদের মূল লক্ষ্য। এই কল্যাণমূলক সংগঠনের প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা এবং যেকোন প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো।”
এছাড়া সাংগঠনিক সম্পাদক আসিফ আদনান বলেন, “মাদারীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমার লক্ষ্য সংগঠনের সাংগঠনিক কাঠামোকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা। নতুন সদস্য যুক্ত করে সংগঠনকে গতিশীল করা এবং শিক্ষার্থীদের শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই আমাদের অঙ্গীকার।”
নবগঠিত এই কমিটির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মাদারীপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
What's Your Reaction?