জবি শিক্ষক সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির নির্বাচনের তপশিল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তপশিল অনুসারে আগামী ২৪ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (১০ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্বাচনী তপশিল ঘোষণা করেন। তপশিলে বলা হয়, আগামী ২৪ ডিসেম্বর ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকেল ২.৩০ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে। একই দিনে ফলাফল প্রকাশ করা হবে। তপশিলে বলা হয়, ১৭ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিক্ষক সমিতির অফিস কক্ষ থেকে শিক্ষকরা মনোনয়নপত্র সংগ্রহ করবেন। মনোনয়নপত্রের মূল্যমান সদস্যদের জন্য ধার্য করা হয়েছে ১০০০ টাকা অন্যনা সদস্যদের জন্য ধার্য করা হয়েছে ১৫০০ টাকা। মনোনয়নপত্র যাচাই বাছাই করে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২০ ডিসেম্বর। শনিবার যাচাই শেষে একই দিনে দুপুর ২টায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহার গ্রহণ করা হবে ২১ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ভোটগ্রহণের দিন গণনা শেষে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির নির্বাচনের তপশিল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তপশিল অনুসারে আগামী ২৪ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (১০ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্বাচনী তপশিল ঘোষণা করেন।
তপশিলে বলা হয়, আগামী ২৪ ডিসেম্বর ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকেল ২.৩০ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে। একই দিনে ফলাফল প্রকাশ করা হবে।
তপশিলে বলা হয়, ১৭ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিক্ষক সমিতির অফিস কক্ষ থেকে শিক্ষকরা মনোনয়নপত্র সংগ্রহ করবেন। মনোনয়নপত্রের মূল্যমান সদস্যদের জন্য ধার্য করা হয়েছে ১০০০ টাকা অন্যনা সদস্যদের জন্য ধার্য করা হয়েছে ১৫০০ টাকা।
মনোনয়নপত্র যাচাই বাছাই করে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২০ ডিসেম্বর। শনিবার যাচাই শেষে একই দিনে দুপুর ২টায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহার গ্রহণ করা হবে ২১ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
ভোটগ্রহণের দিন গণনা শেষে তাৎক্ষণিকভাবে ফলাফল শিক্ষক লাউঞ্চে ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে, বুধবার নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠিত হয়।
গঠিত নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন, আইন বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ ইহসানুল কবীর, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আয়শা জাহান ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিক।
What's Your Reaction?