জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান, সম্পাদক লিমন 

2 months ago 23

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী নির্বাচন ২০২৪-২৫ পরিষদে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান হোসাইন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের প্রতিনিধি মাহাতাব হোসেন লিমন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের প্রধান কমিশনার সোলাইমান সালমান, কমিশনার রাশিম মোল্লা ও যোবাঈর হুসাইন সামী এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশনার জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নির্বাচন ২০২৪ এ প্রতিদন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে ইমরান হোসাইন, যুগ্ম সম্পাদক পদে সাজিদুর রহমান ও অর্থ সম্পাদক পদে নূর আলমকে নির্বাচিত ঘোষণা করা হলো। এ ছাড়াও সাধারণ সম্পাদক পদে মো. জাকারিয়া ও দপ্তর সম্পাদক পদে তানভীর আনজুম নির্বাচন না করার জন্য আবেদন করায় এই দুই পদে আর কোনো প্রার্থী না থাকায় সাধারণ সম্পাদক পদে মাহতাব লিমন ও দপ্তর সম্পাদক পদে সাকেরুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন আরও জানায়, বাকি পদগুলোতে (সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক ও দুটি কার্যনির্বাহী সদস্য) আগামী ১৫ ডিসেম্বর ২০২৪ (রোববার) সকাল ৯.০০ ঘটিকা থেকে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ওই নির্বাচনে, সহসভাপতি পদে দ্য পিপলস টাইমের আসাদুল ইসলাম, দ্য এশিয়ান এইজ-এর বাশির শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক পদে কালের কণ্ঠের জুনায়েদ শেখ, দ্য নিউ নেশনের আব্দুর রাকিব ও দুটি কার্যনির্বাহী পদে দৈনিক আমার সংবাদের আব্দুল্লাহ আল মামুন, দৈনিক সময়ের আলোর মোশফিকুর রহমান ইমন প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

আজ সকাল ১০টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কক্ষে প্রধান নির্বাচন কমিশনার সোলাইমান সালমান, কমিশনার রাশিম মোল্লা ও যুবাঈর আহম্মেদ সামীর তত্ত্বাবধানে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, জনযোগ তথ্য ও প্রশাসন দপ্তর পরিচালক মো. আনওয়ারুস সালাম নির্বাচন পরিদর্শন করেন।

Read Entire Article