জবি হিউম্যান রাইটস সোসাইটির নেতৃত্বে জুনায়েদ-কায়েস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিউম্যান রাইটস সোসাইটির ২০২৫-২৬ কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী জুনায়েদ মাসুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. কামরুজ্জামান কায়েস। বুধবার (১৯ নভেম্বর) সংগঠনটির মডারেটর, সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে সংগঠনের প্যাডে অনুমোদিত আংশিক কমিটি প্রকাশ করা হয়। কমিটির বাকি পদগুলোসহ পূর্ণাঙ্গ কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। কমিটিতে অন্যান্য পদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি আইন বিভাগের শিক্ষার্থী ফয়সাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইংরেজি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, দপ্তর সম্পাদক একই বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা, কোষাধ্যক্ষ গণিত বিভাগের শিক্ষার্থী মো. ইব্রাহিম সজিব, মিডিয়া-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহেল রানা। নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান কায়েস বলেন, আমরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার রক

জবি হিউম্যান রাইটস সোসাইটির নেতৃত্বে জুনায়েদ-কায়েস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিউম্যান রাইটস সোসাইটির ২০২৫-২৬ কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী জুনায়েদ মাসুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. কামরুজ্জামান কায়েস।

বুধবার (১৯ নভেম্বর) সংগঠনটির মডারেটর, সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে সংগঠনের প্যাডে অনুমোদিত আংশিক কমিটি প্রকাশ করা হয়। কমিটির বাকি পদগুলোসহ পূর্ণাঙ্গ কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

কমিটিতে অন্যান্য পদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি আইন বিভাগের শিক্ষার্থী ফয়সাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইংরেজি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, দপ্তর সম্পাদক একই বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা, কোষাধ্যক্ষ গণিত বিভাগের শিক্ষার্থী মো. ইব্রাহিম সজিব, মিডিয়া-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহেল রানা।

নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান কায়েস বলেন, আমরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করছি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানবাধিকারচর্চা ও সচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর কর্মকাণ্ড আয়োজন করবো।

সভাপতি জুনায়েদ মাসুদ বলেন, গত এক বছরের বেশি সময় ধরে হিউম্যান রাইটস সোসাইটি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, ক্যাম্পাসে গুণগত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখা এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার থাকা। সামনে আমরা ন্যায়, স্বচ্ছতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য বাস্তবসম্মত ও ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করবো।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র মানবাধিকার সংগঠন, যা অধিকার রক্ষায় সচেতনতা ক্যাম্পেইন, ওয়ার্কশপ, সেমিনার, মানবিক প্রজেক্ট ও বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নিয়মিত প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে থাকে।

টিএইচকিউ/এমএমকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow