জবিতে র‍্যাগিংরোধে প্রতিটি বিভাগে কমিটি গঠনের নির্দেশ

2 months ago 5

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস র‍্যাগিংমুক্ত রাখতে প্রত্যেক বিভাগে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভাগের চেয়ারম্যান বা পরিচালক ও সিনিয়র শিক্ষকের নেতৃত্বে ছাত্র উপদেষ্টা নিয়ে এ কমিটি গঠিত হবে।

বুধবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ক্লাস শুরুর পর শিক্ষার্থীরা র‍্যাগিংয়ের মুখোমুখি হচ্ছেন মর্মে সামাজিক মাধ্যমে পোস্ট বা রিপোর্ট (অভিযোগ) পাওয়া যাচ্ছে। বিষয়টি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এর পরিপ্রেক্ষিতে প্রতিটি বিভাগে চেয়ারম্যান বা পরিচালক ও সিনিয়র শিক্ষকের নেতৃত্বে ছাত্র উপদেষ্টাসহ তিন সদস্যের কমিটি গঠন করতে হবে।

এতে আরও বলা হয়, এ কমিটি শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করবে। এ বিষয়ে বিভাগের বর্তমান পরিস্থিতি ও যেসব বিভাগের ইতোমধ্যে অভিযোগ উত্থাপিত হয়েছে সেগুলো তদন্ত করে কেউ দায়ী সাব্যস্ত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ বা ব্যবস্থা গ্রহণের সুপারিশপূর্বক রিপোর্ট বৃহস্পতিবারের (২৬ জুন) মধ্যে রেজিস্ট্রার বরাবর প্রদান করতে হবে।

টিএইচকিউ/বিএ/এএসএম

Read Entire Article