জবিতে সম্পূরক বৃত্তির দাবিতে কর্মসূচি ঘোষণা ‎ ‎

‎সম্পূরক বৃত্তি ইস্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দীর্ঘসূত্রিতার প্রতিবাদে আগামী রোববার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল’। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন প্যানেলের ভিপি পদপ্রার্থী ও শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব। এ সময় ‎হুঁশিয়ারি দিয়ে রাকিব বলেন, সম্পূরক বৃত্তির তালিকা, পরিমাণ ও প্রদান-তারিখসহ একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না করা হলে আগামী রোববার ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল। ‎একেএম রাকিব বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তীব্র আবাসন সংকটে ভুগছে। অন্য বিশ্ববিদ্যালয়ে যেখানে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত আবাসন সুবিধা রয়েছে, সেখানে জবিতে মাত্র একটি হল। ২০১৬ সালের আন্দোলনে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য জমি পাওয়া গেলেও তার কাজেও এখনো গড়িমসি চলছে। তিনি আরও বলেন, আবাসন ব্যবস্থা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীকে সম্পূরক বৃত্তি (আব

জবিতে সম্পূরক বৃত্তির দাবিতে কর্মসূচি ঘোষণা ‎ ‎
‎সম্পূরক বৃত্তি ইস্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দীর্ঘসূত্রিতার প্রতিবাদে আগামী রোববার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল’। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন প্যানেলের ভিপি পদপ্রার্থী ও শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব। এ সময় ‎হুঁশিয়ারি দিয়ে রাকিব বলেন, সম্পূরক বৃত্তির তালিকা, পরিমাণ ও প্রদান-তারিখসহ একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না করা হলে আগামী রোববার ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল। ‎একেএম রাকিব বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তীব্র আবাসন সংকটে ভুগছে। অন্য বিশ্ববিদ্যালয়ে যেখানে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত আবাসন সুবিধা রয়েছে, সেখানে জবিতে মাত্র একটি হল। ২০১৬ সালের আন্দোলনে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য জমি পাওয়া গেলেও তার কাজেও এখনো গড়িমসি চলছে। তিনি আরও বলেন, আবাসন ব্যবস্থা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীকে সম্পূরক বৃত্তি (আবাসন ভাতা) দিতে হবে এটাই শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। কিন্তু প্রশাসন প্রতিশ্রুতি দিলেও নভেম্বরের মধ্যে তালিকা বা রোডম্যাপ কিছুই প্রকাশ করেনি। এমনকি সর্বশেষ সিন্ডিকেট মিটিংয়েও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই। ‎নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের টিকে থাকা আচরণবিধির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রয়োজনে আচরণবিধি লঙ্ঘন করেও দাবি আদায় করা হবে। পাশাপাশি জাতীয় রাজনৈতিক পরিস্থিতির কারণে ভবিষ্যতে এ দাবি আরও অনিশ্চিত হয়ে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow