জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ডি’ ইউনিটে মোট ৬১০টি আসনের বিপরীতে এবার আবেদন জমা পড়েছে ২৫ হাজার ৮২৬টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন প্রায় ৪৩ জন শিক্ষার্থী। পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে।  তিনি আরও বলেন, জবি ক্যাম্পাসসহ ঢাকার মোট ৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে, আজ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়।  বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট https://jnuadmission.com -এ প্রবেশ করে ইউজার আইডি দিয়ে লগইন করে নিজ নিজ কেন্দ্র ও আসনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ডি’ ইউনিটে মোট ৬১০টি আসনের বিপরীতে এবার আবেদন জমা পড়েছে ২৫ হাজার ৮২৬টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন প্রায় ৪৩ জন শিক্ষার্থী। পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। 

তিনি আরও বলেন, জবি ক্যাম্পাসসহ ঢাকার মোট ৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, আজ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট https://jnuadmission.com -এ প্রবেশ করে ইউজার আইডি দিয়ে লগইন করে নিজ নিজ কেন্দ্র ও আসনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow