জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে পঞ্চম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী ৩০ মে। বুধবার (২৮ মে) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ, বি, সি, ডি ও ই ইউনিটে পঞ্চম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা ৩০ মে দুপুর ১২টা থেকে ২ জুন রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট লগইন করে নির্ধারিত ভর্তি ফি অনলাইনে জমা দিতে পারবেন।
অনলাইনে ভর্তি ফি পরিশোধের পর শিক্ষার্থীদের আগামী ৩০ মে থেকে ৩ জুন পর্যন্ত (সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে) বিশ্ববিদ্যালয়ের খোলা দিনগুলোতে নিজ নিজ অনুষদের ডিন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।
ভর্তি নিশ্চয়নকালে শিক্ষার্থীদের যেসব কাগজপত্র সঙ্গে আনতে হবে: এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, ভর্তি পরীক্ষার ইনভিজিলেটর কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, অনলাইনে পূরণকৃত ভর্তি ফরমের প্রিন্ট কপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পঞ্চম মেধাতালিকা ২৯ মে রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে প্রকাশ করা হবে।
এএএইচ/এমআইএইচএস/এমএস

4 months ago
17









English (US) ·