জবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন পঞ্চাশোর্ধ্ব তাকু

1 month ago 32

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান ও আইন অনুষদ (বি ইউনিট) ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন পঞ্চাশোর্ধ্ব তাওহিদুর রহমান তাকু।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বি ইউনিটের ভর্তি পরীক্ষায় এ চিত্র দেখা গেছে।

তাকুর মুখে ছোপ ছোপ দাড়ি। মাথায় চুল নেই তেমন, চেহারায় বয়সের ছাপ।  বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের মাইক্রোবায়োলজি বিভাগের ৪১৮ নম্বর রুমে তার আসন পড়েছে। 

পরীক্ষার্থী তাকু এনায়েতপুর দাখিল মাদ্রাসা, নঁওগা থেকে দাখিল ও গয়রা তেঁতুলিয়া দাখিল মাদ্রাসা থেকে আলিম পাস করেন। মো. তাওহিদুর রহমান তাকু নামের ওই পরীক্ষার্থীর দাবি তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে পড়াশোনায় একটি বড় গ্যাপ পড়ে যায়। 

তাওহীদ জানান, তার গ্রামের বাড়ি নঁওগা সদরে। ২০২২ সালে দাখিল পরীক্ষা ও ২০২৪ সালে আলিম পরীক্ষা দেন তিনি।

তিনি বলেন, ‘আমি ১৯৮৯ সালে অসুস্থ হয়েছি। তারপর দীর্ঘদিন অসুস্থতার মধ্যেই কাটাতে হয়েছে। এখনও পুরোপুরি সুস্থ হতে পারিনি। ২০১৪/১৫ সাল নাগাদ মোটামুটি সুস্থ হলে আমি আমার পড়াশোনা চালিয়ে যাই। সুস্থ হওয়ার পর আমি ২০১৬ তে পরীক্ষা দিতে চেয়েছিলাম। কিন্তু পরীক্ষা না দেওয়ার কারণে আমাকে মাদকাসক্ত সেন্টারে প্রেরণ করে। পরে সেখান থেকে নিয়ে আসলে ২০১৯ সালে আবার পড়াশোনা শুরু করি। কাগজগুলো আমি নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গেই তুলেছি এবং নিয়মিতদের সঙ্গেই পরীক্ষায় অংশগ্রহণ করছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, শুনেছি একজন বয়স্ক  ব্যক্তি পরীক্ষা দিতে এসেছে। নিয়ম অনুযায়ী সে পরীক্ষা দেবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘ঘটনাটা শুনেছি। সে আজ বি ইউনিটে পরীক্ষা দিচ্ছে। কোনো অনিয়মের আশ্রয় নিয়েছেন নাকি তা আমরা পরবর্তীতে খতিয়ে দেখব।’

Read Entire Article