জবির মসজিদের ইমামকে অব্যাহতির ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

3 months ago 56

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মসজিদের ইমামকে অব্যাহতির ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষ হওয়ার আগেই এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধা দেয় ও ব্যানার কেড়ে নেয়।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ২টায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে পদার্থবিজ্ঞান বিভাগের সামনে এলে প্রক্টর অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন বাধা দেন ও ব্যানার কেড়ে নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভরত শিক্ষার্থীদের মিছিল কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিজ্ঞান চত্বর ঘুরে পদার্থবিজ্ঞান বিভাগের সামনে আসে। এসময় শিক্ষকদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়।

শিক্ষার্থীরা বলেন, আমরা শুধু আমাদের দাবি জানাচ্ছি। কেন্দ্রীয় মসজিদের ইমামকে মিথ্যা ও বানোয়াট অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। আমাদের দাবি, ইমামকে স্থায়ী নিয়োগ দিতে হবে। আমরা কি আমাদের বাক-স্বাধীনতা পাবো না? আমরা কি আমাদের দাবি জানাতে পারি না? বাক-স্বাধীনতা আমাদের মৌলিক অধিকার। আপনারা আমাদের মৌলিক অধিকার প্রকাশে বাধা দিচ্ছেন।

জবির মসজিদের ইমামকে অব্যাহতির ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আপনারা প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্পাসে কোনো ধরনের মিছিল-মানববন্ধন করতে পারেন না। কোনো অভিযোগ থাকলে আপনারা প্রতিনিধি পাঠাবেন আমাদের কাছে।

তিনি বলেন, ইমামকে অব্যাহতি দেওয়া হয়নি। দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে ইমামতি থেকে সাময়িক বিরতি দেওয়া হয়েছে।

আরএএস/কেএসআর/জেআইএম

Read Entire Article