জব্বার মন্ডলের ওপর সত্যিই কি হামলা হয়েছে?

5 months ago 15

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কে বেশকয়েকজন মানুষ জব্বার মন্ডলের মতো দেখতে এক ব্যক্তিকে শার্টের কলার ধরে কিল-ঘুষি মারছেন। তবে, ভিডিওটি সঠিক নয় বলে জানা গেছে। 

বুধবার (২১ মে) জব্বার মণ্ডল কালবেলাকে জানিয়েছেন, এ রকম কোনো ঘটনা ঘটেনি। এ ভিডিওটি সম্পূর্ণ ভুয়া। 

এর আগে, মো. আব্দুল জাব্বার মন্ডলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলায় থানায় জিডি করেছিলেন তিনি। সোমবার (৩১ মার্চ) তেজগাঁও থানায় তিনি এই জিডি করেন।

ওই সময় ফেসবুক নিজের আইডিতে এক পোস্টে তিনি লেখেন, আমার নামে এবং আমার ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক একাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে (জিডি নম্বর: ১৬৯৯ তারিখ: ৩১ মার্চ ২০২৫)। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হলো। 

Read Entire Article