ইংলিশ কোচ পিটার বাটলার ও বিদ্রোহী ১৮ নারী ফুটবলারদের নানা খবর এখন আলোচনার শীর্ষে। বাফুফে গঠিত বিশেষ কমিটির কাছে ১৮ ফুটবলার ও কোচ বক্তব্য দিয়েছেন। তাদের সঙ্গে কথা বলার মধ্যে দিয়ে তদন্ত প্রক্রিয়া শেষ করেছে বিশেষ কমিটি। আজ বৃহস্পতিবার তারা প্রতিবেদনও জমা দিয়েছেন।
জানা গেছে, বিশেষ কমিটি সন্ধ্যায় ঘণ্টা দুয়েক সভা করে একটি প্রতিবেদন তৈরি করে বাফুফে সভাপতির তাবিথ আউয়ালের দপ্তরে দিয়ে চলে গেছেন। সভাপতি দীর্ঘদিন পর ঢাকায় ফিরলেও আজ বাফুফে ভবনে আসেননি। গণমাধ্যমকর্মীরা অপেক্ষায় থাকলেও শেষ পর্যন্ত বাফুফে সভাপতিকে না পাওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
প্রতিবেদন জমা দিয়ে বের হওয়ার সময় কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান গণমাধ্যমে ব্রিফ করেন। তিনি বলেন, ‘আমরা এক সপ্তাহ কাজ করে সবকিছু বিবেচনা করে একটি প্রতিবেদন জমা দিয়েছি। সভাপতি দেখবেন, তারপর তিনি সিদ্ধান্ত দেবেন।’
‘এই প্রতিবেদনে শৃঙ্খলার ওপরই গুরুত্ব হয়ে দেওয়া হয়েছে। মেয়েরা আমাদের অনেক সম্মান এনে দিয়েছে, কিন্তু শৃঙ্খলার ক্ষেত্রে ছাড় দিতে পারি না; সেটা কোচ বা ফুটবলার যেই-ই হোক’-যোগ করেন তিনি।
কমিটির সদস্যদের সূত্রে যতটুকু জানা গেছে, কোচ বা নারী ফুটবলারদের কারোর বিরুদ্ধেই বড় ধরনের শাস্তির সুপারিশ করা হয়নি।
তবে শৃঙ্খলাভঙ্গের জন্য তারা সাজা পেতে পারেন। বিদ্রোহ করে শৃঙ্খলাভঙ্গ করেছেন নারী ফুটবলাররা। শেষ মুহূর্তে কোচ বাটলারও শৃঙ্খলা ভেঙেছেন তদন্ত চলা অবস্থায় গণমাধ্যমে কথা বলে।
আরআই/এমএমআর/