জমি কেনায় ব্যক্তি পর্যায়ে ২ শতাংশ কর নেওয়া অবৈধ

4 months ago 53

জমি ক্রয় সংক্রান্ত বিষয়ে ব্যক্তি পর্যায়ে ২ শতাংশ ভ্যাট (মূসক) আদায় অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

এ রায়ের ফলে জমি কেনার ক্ষেত্রে ডেভেলপার ছাড়া সাধারণ মানুষের কাছ থেকে ২ শতাংশ ভ্যাট (মূসক) আদায় করা যাবে না।

ভ্যাট আইনে বলা আছে, শুধু ডেভেলপারদের কাছ থেকে এ ভ্যাট আদায় করা যাবে। কিন্তু ১৯৯১ সাল থেকে সব ব্যক্তির কাছ থেকে জমির ক্রয়মূল্যের ওপর ২ শতাংশ ভ্যাট নেওয়া হচ্ছে, যা অবৈধ।

রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক।

তিনি জানান, প্রগতি ইনস্যুরেন্স লিমিটেড জমি কেনার সময় তাদের কাছ থেকে ২ শতাংশ হারে ভ্যাট নিয়েছিল। ওই ভ্যাট নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট দায়ের করা হয়। ২০২২ সালে ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বৃহস্পতিবার (৬ জুন) হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক।

তিনি জানান, এ রায়ের ফলে প্রগতি ইন্সুরেন্সকে ২ শতাংশ ভ্যাটের অর্থ আগামী তিন মাসের মধ্যে ফিরিয়ে দিতে হবে। একই সঙ্গে জনগণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা জারির আদেশ দিয়েছেন আদালত।

এফএইচ/এমকেআর

Read Entire Article