জমি নিয়ে বিরোধ, স্বদেশ-আশিয়ান গ্রুপের সংঘর্ষে একজন নিহত

2 days ago 3

রাজধানীর খিলক্ষেতে জমি নিয়ে বিরোধের জেরে স্বদেশ ও আশিয়ান গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে খিলক্ষেতের বরুয়া এলাকায় স্বদেশ প্রপার্টি ও আশিয়ান সিটির সিকিউরিটি গার্ডদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন ও একজন নিহত হয়েছেন। মরদেহ এভারকেয়ার হাসপাতালে রাখা হয়েছে।

ওসি বলেন, ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ সদস্যরা রয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আল আমিন হোসাইন জাগো নিউজকে বলেন, জায়গা-জমি নিয়ে বিরোধে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

টিটি/এসআইটি/জিকেএস

Read Entire Article