লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে সালেহ আহাম্মদ ও তার স্ত্রী পারুল বেগমকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার (২৫ মে) সকালে সদর উপজেলার পার্বতিনগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সদর হাসপাতালে চিকিৎসাধীন সালেহ আহাম্মদ জানান, ১০ বছর ধরে তার বড় ভাই সৈয়দ আহাম্মদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বড় ভাইয়ের কাছ থেকে তিনি ২ শতাংশ জমি কেনেন। কিন্তু সৈয়দ আহাম্মদ তাকে ওই জমি দখল দিচ্ছেন না। উল্টো জমির পাশে গাছ রোপণ করে ঝগড়া সৃষ্টি করেছেন। ঘটনার সময় জমি থেকে বাঁশ কাটতে গেলে পারুলকে মারধর করেন সৈয়দ। এতে বাধা দিলে সালেহর ওপরও হামলা চালানো হয়। একপর্যায়ে দুজনকেই কুপিয়ে আহত করেন সৈয়দ ও তার ছেলেরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
বক্তব্য জানতে সৈয়দ আহাম্মদের মোবাইলে একাধিকবার কল দিলেও সংযোগ পাওয়া যায়নি। তবে তার ছেলে সাগর ও বাবু জানান, সালেহ আহাম্মদের সঙ্গে জমি নিয়ে তাদের বিরোধ রয়েছে। তবে ঘটনার সঙ্গে তারা জড়িত নন।
পর্বতিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। দুই পক্ষের জমির বিরোধ নিয়ে কয়েকবার সালিসি বৈঠক হয়। কিন্তু মীমাংসা করা যায়নি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, আহত অবস্থায় সালেহ আহাম্মদ ও তার স্ত্রী থানায় এসেছেন। চিকিৎসা শেষে তাদের লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেওয়া হয়। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কাজল কায়েস/জেডএইচ/জিকেএস