জমিয়ত থেকে বহিষ্কার নাসির উদ্দিন মুনির

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে জমিয়তের সব পদ ও সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সিদ্ধান্তে দলের আরেক সদস্য মাওলানা নূরে আলম হামিদীকেও বহিষ্কার করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর জমিয়তের নীতিনির্ধারণী ফোরাম মজলিসে আমেলার বৈঠকে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জমিয়তের মনোনয়ন না পেয়ে মাওলানা নাসির উদ্দিন মুনির সম্প্রতি বাংলাদেশ খেলাফত মজলিশে যোগ দেন। এরপর তিনি চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। তার প্রার্থী হওয়ায় ওই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। খেলাফত মজলিশের প্রার্থী হিসেবে নাসির উদ্দিন মুনির রিকশা প্রতীক নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। এর আগে তিনি ২০১৫ সালে হাটহাজারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির

জমিয়ত থেকে বহিষ্কার নাসির উদ্দিন মুনির

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে জমিয়তের সব পদ ও সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সিদ্ধান্তে দলের আরেক সদস্য মাওলানা নূরে আলম হামিদীকেও বহিষ্কার করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর জমিয়তের নীতিনির্ধারণী ফোরাম মজলিসে আমেলার বৈঠকে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জমিয়তের মনোনয়ন না পেয়ে মাওলানা নাসির উদ্দিন মুনির সম্প্রতি বাংলাদেশ খেলাফত মজলিশে যোগ দেন। এরপর তিনি চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। তার প্রার্থী হওয়ায় ওই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।

খেলাফত মজলিশের প্রার্থী হিসেবে নাসির উদ্দিন মুনির রিকশা প্রতীক নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। এর আগে তিনি ২০১৫ সালে হাটহাজারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

এ বিষয়ে নাসির উদ্দিন মুনির বলেন, তিনি গত ২৮ ডিসেম্বরই জমিয়তে উলামায়ে ইসলাম থেকে পদত্যাগ করেছেন। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করার লক্ষ্যেই তিনি খেলাফত মজলিশে যোগ দিয়েছেন বলে জানান।

এদিকে চট্টগ্রাম-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow