জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে তা রুখে দিয়েছেন বিজিবির সদস্যরা। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে সকালের দিকে উপজেলার ধরঞ্জি ইউনিয়নের উচনা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় চকগোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশ অংশের ২০ বিজিবি হাটখোলা বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকার ২৮১ পিলারের ৩৩, ৩৪ ও ৩৫ সাব পিলার পর্যন্ত অংশে জিরো পয়েন্ট থেকে ১৫ থেকে ২০ গজ দূরে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেন। এ ঘটনায় হাটখোলা বিওপির বিজিবি সদস্যরা বাধা দিলে বিজিবি সদস্যদের বাধার মুখে বিএসএফ বেড়া নির্মাণের নির্মাণসামগ্রী নিয়ে চলে যায়।
উচনা ঘোনাপাড়া গ্রামের আব্দুল ওয়াহাব জাগো নিউজকে বলেন, সকালে মাঠে কাজ করতে গিয়ে দেখতে পাই বিএসএফের সদস্যরা কাঁটাতারের বেড়া দিচ্ছেন। তখন আমরা বিজিবির সদস্যদেরকে বললে তারা বাধা দেন। এসময় বিএসএফের সদস্যরা কাজ বন্ধ করে চলে যান।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন হাটখোলা বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শাজাহান সরকার জাগো নিউজকে বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে আমরা বাধা দিই। বিএসএফ সদস্যরা বেড়া নির্মাণ না করে ফিরে যান।
তিনি আরও বলেন, এ ঘটনায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আল মামুন/এফএ/জেআইএম