জরাজীর্ণ ভোটকেন্দ্র ও সিসি ক্যামেরার তথ্য গেল ইসিতে

ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্কুল-কলেজগুলোয় বিদ্যমান সিসিটিভি ক্যামেরাগুলো ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সংস্থাটি। চট্টগ্রামে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ও জরাজীর্ণ বা মেরামতযোগ্য ভোটকেন্দ্রের বিস্তারিত তথ্য প্রধান কার্যালয়ে পাঠিয়েছে চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্র এবং ১২ হাজার ৩৮৭টি ভোটকক্ষ (বুথ) চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে সিসিটিভি ক্যামেরাযুক্ত ভোটকেন্দ্র রয়েছে মাত্র ৪৪৭টি। কেন্দ্রগুলোর মধ্যে ২৭৭টি মেরামত করতে হবে। চট্টগ্রাম নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত খসড়া তালিকায় চট্টগ্রামে ভোটকেন্দ্র কমেছে ৬৪টি এবং ভোটকক্ষের (বুথের সংখ্যা) সংখ্যা কমেছে ১০৭৬টি। দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ২ হাজার ২৩টি; আর ভোটকক্ষের সংখ্যা ছিল ১৩ হাজার ৭৩২টি।  তবে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের জন্য চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশনে মজুত আছে ১৫ হাজার ৯৪৪টি স্বচ্ছ ব

জরাজীর্ণ ভোটকেন্দ্র ও সিসি ক্যামেরার তথ্য গেল ইসিতে

ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্কুল-কলেজগুলোয় বিদ্যমান সিসিটিভি ক্যামেরাগুলো ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সংস্থাটি। চট্টগ্রামে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ও জরাজীর্ণ বা মেরামতযোগ্য ভোটকেন্দ্রের বিস্তারিত তথ্য প্রধান কার্যালয়ে পাঠিয়েছে চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশন।

তালিকা অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্র এবং ১২ হাজার ৩৮৭টি ভোটকক্ষ (বুথ) চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে সিসিটিভি ক্যামেরাযুক্ত ভোটকেন্দ্র রয়েছে মাত্র ৪৪৭টি। কেন্দ্রগুলোর মধ্যে ২৭৭টি মেরামত করতে হবে।

চট্টগ্রাম নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত খসড়া তালিকায় চট্টগ্রামে ভোটকেন্দ্র কমেছে ৬৪টি এবং ভোটকক্ষের (বুথের সংখ্যা) সংখ্যা কমেছে ১০৭৬টি। দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ২ হাজার ২৩টি; আর ভোটকক্ষের সংখ্যা ছিল ১৩ হাজার ৭৩২টি। 

তবে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের জন্য চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশনে মজুত আছে ১৫ হাজার ৯৪৪টি স্বচ্ছ ব্যালট বাক্স। যদিও প্রতিটি ভোটকক্ষের জন্য একটি করে এবং প্রতিটি ভোটকেন্দ্রের জন্য একটি অতিরিক্ত হিসেবে ব্যালট বাক্স দেওয়ার নির্দেশনা থাকে। কোনো ভোটকক্ষে একইসঙ্গে একাধিক ব্যালট বাক্স ব্যবহারের বিধান নেই।

চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ের এক কর্মকর্তা কালবেলাকে জানান, এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের সীমানা। ভোটার তালিকা হালনাগাদ শেষে দুই দফা খসড়া প্রকাশ করা হয়েছে। এ ছাড়া মেরামতযোগ্য কেন্দ্রের তালিকা করা হয়েছে। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ স্বাক্ষরিত ওই তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

তথ্য অনুযায়ী, আসন্ন নির্বাচনে ২৭৭টি ভোটকেন্দ্র মেরামত করতে হবে। কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নেই, কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে দরজা-জানালা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। অনেক প্রতিষ্ঠানের ভোটকেন্দ্রে ছাদ চুঁইয়ে পানি পড়ে। বাথরুম নেই, লাইট নেই। অনেক ভোটকেন্দ্রে ভালো টয়লেট নেই।

চট্টগ্রাম জেলা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ কালবেলাকে বলেন, নির্বাচন কমিশন কার্যালয়ে মেরামতযোগ্য ভোটকেন্দ্রের তালিকা ও ভোটকেন্দ্রে সিসি ক্যামেরাসংক্রান্ত তথ্যাদির চিঠি পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow