জরিমানা করায় পটুয়াখালী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

14 hours ago 6

বেশি ভাড়া নেওয়ায় জরিমানার প্রতিবাদে পটুয়াখালী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিক-শ্রমিকরা। শুক্রবার (৪ এপ্রিল) মধ্যরাত থেকে এ রুটের অধিকাংশ কোম্পানির বাস বন্ধ। এতে কর্মস্থলে ফেরা যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

এদিকে সরাসরি দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় লোকাল বাসে যাত্রীদের চাপ বেড়েছে কয়েকগুণ। এ কারণে এখন লাইনে দাঁড়িয়ে পটুয়াখালী থেকে বরিশাল যাওয়ার বাসের টিকিটি কাটতে হচ্ছে।

ঢাকাগামী বাসযাত্রী ইকবাল হোসেন বলেন, আগে সাকুরা পরিবহনের একটি টিকিট কেটেছিলাম। সকালে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়ে বাসস্ট্যান্ডে এসে শুনতে পাই গাড়ি যাবে না। এখন টিকিটের টাকা আমাদের ফেরত দিয়েছে। মানুষকে এভাবে ভোগান্তি দেওয়া ঠিক নয়।

jagonews24

এ বিষয় জানতে চাইলে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার বলেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সঙ্গে কথা বলছি এবং সংশ্লিষ্ট বাস কোম্পানির মালিক পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে কাজ করছি।

এর আগে শুক্রবার রাতে পটুয়াখালী বাসস্ট্যান্ডে সাত বাস কোম্পানিকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর থেকে বাস চলাচল বন্ধ।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/জেআইএম

Read Entire Article