জরুরি অবস্থায় পানি বিশুদ্ধকরণের সহজ উপায়

1 month ago 8

সুস্থ থাকতে বিশুদ্ধ পানি পান করার বিকল্প নেই। তবে দেশের বন্যাকবলিত এলাকাগুলোতে এখন বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। এক্ষেত্রে বন্যার পানি বিশুদ্ধ করতে প্রয়োজনীয় পরিমাণ (১/২/৫ লিটার) পানি একটি পাত্রে নিন। দুটি ধাপে পানিকে নিরাপদ করুন-

প্রথম ধাপ: পানিকে বিশুদ্ধকরণের উপযোগী করা

ফিটকিরি

এক লিটার পানির জন্য এক চিমটি (০.৫ গ্রাম) ফিটকিরি পানিতে ভালোভাবে গুলিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। পানিতে থাকা ময়লাগুলো তলানিতে জমা হলে অন্য একটি পাত্রে পানি ঢেলে নিন।

পাতলা কাপড়

৪-৮ ভাঁজ পরিষ্কার পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিন। এই পদ্ধতিগুলো পানির স্বচ্ছতা বাড়ায়, তবে পানিকে নিরাপদ করতে দ্বিতীয় ধাপ অনুসরণ করতে হবে। এই পদ্ধতিগুলো পানির স্বচ্ছতা বাড়ায় কিন্তু নিরাপদ করতে দ্বিতীয় ধাপ অনুসরণ করুন।

দ্বিতীয় ধাপ: পানিকে বিশুদ্ধ বা নিরাপদ করা

ফুটানো

প্রয়োজনীয় পরিমাণ পানি কমপক্ষে ৩ মিনিট ধরে ফুটন্ত অবস্থায় রাখার পর ঠান্ডা করে নিন। এই পানি পান করার জন্য নিরাপদ।

ব্লিচিং পাউডার

এক লিটার পানির জন্য ১ চিমটি ব্লিচিং পাউডার পানিতে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এই পানি পান করার জন্য নিরাপদ।

বিশুদ্ধকরণ ট্যাবলেট

পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রয়োজনমতো পানিতে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এক্ষেত্রে সংশ্লিষ্ট পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের ব্যবহারবিধি মেনে পানিকে নিরাপদ করুন।

সূত্র: ইউএস সিডিসি

জেএমএস/জিকেএস

Read Entire Article