অনেক দিন ধরেই একসঙ্গে আছেন ফুটবলের রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনালদো এবং আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ। ৮ বছর এই প্রেমের সম্পর্ক এবার পূর্ণতা পেতে যাচ্ছে। জর্জিনাকে বিয়ে করতে যাচ্ছেন রোনালদো।
এরই মধ্যে বাগদান সম্পন্ন হয়েছে। জর্জিনা নিজেই ইনস্টাগ্রামে আংটির ছবি শেয়ার করে বিয়ের প্রস্তাবের খবর নিশ্চিত করেছেন। বড় আকৃতির বিলাসবহুল দামী এনগেজমেন্ট রিংটি ইতিমধ্যে ঝড় তুলেছে পুরো বিশ্ব জুড়ে। দাম নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা।
যদিও আংটিটির ডিজাইনার সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে বিশেষজ্ঞদের মতে এর দাম ২০ লাখ থেকে ৫০ লাখ ডলারের মধ্যে হতে পারে। বিখ্যাত হীরার কোম্পানি রেয়ার ক্যারেটের সিইও অজয় আনন্দ হীরাটি ডি কালার বৈশিষ্ট্যের বলে মনে করেন। এই হীরাটি সবদিক দিয়েই নিখুঁত এবং পৃথিবীর অন্যতম স্বচ্ছ, প্রতিসম ও বিশুদ্ধ মানের হীরা। তিনি বলেন, সম্ভবত এটি ৩০ ক্যারেটেরও বেশি, যার দাম ৫০ লাখ ডলারের বেশি হতে পারে। যা বাংলাদেশি টাকায় ৬০ কোটিরও বেশি।
অন্যদিকে হীরার ব্র্যান্ড লরেল ডায়মন্ডসের বাগদানের আংটি বিশেষজ্ঞ লরা টেইলরের মতে, ডিম্বাকৃতির কাট হীরাটি উজ্জ্বল ফেসিংয়ের, যা সবদিক থেকে ঝলমল করে। এর যেকোনো কোণ থেকে পাথরটিকে উজ্জ্বল, প্রাণবন্ত দেখায়।
তার ধারণা, মাঝের হীরার ওজন ১৫ থেকে ২০ ক্যারেটের মধ্যে এবং দাম ২০ লাখ ডলারের বেশি। দুই পাশে বড় হীরা বসানো হয়েছে মাঝের হীরাটি আরও বড় দেখানোর জন্য। সম্ভবত এটি সুরক্ষিত রাখার জন্যই প্ল্যাটিনাম দিয়ে তৈরি করা হয়েছে।
টেইলর বলেন, এটি একটি অসাধারণ আংটি। সাম্প্রতিক বছরগুলোতে আমরা যে সবচেয়ে চমকপ্রদ আংটি দেখেছি, তার মধ্যে এটি অন্যতম। যা ফুটবলের অন্যতম বিখ্যাত দম্পতির জন্য পুরোপুরি উপযুক্ত।
সূত্র: পেইজ সিক্স
আরও পড়ুন
এসএকেওয়াই/এএমপি/এমএস