জলছবির ইতিবৃত্ত
বাইরে তখনো অঝোর ধারায় বৃষ্টি। আজহার উঠে জানালার পাশে দাঁড়াল। ঘুটঘুটে অন্ধকার। ঘটক হয়তো এতক্ষণে পাত্রপক্ষকে না করে দিয়েছে। মেয়ের বিয়েটা ভেঙে গেল। স্ত্রীর গয়নাটাও গেল। হাতে কানাকড়িও নেই। কাল সকালে কী হবে, কেউ জানে না।
What's Your Reaction?